বিএসটিআইয়ের অভিযানে ২০ লাখ টাকার নকল কার্বনেটেড বেভারেজ জব্দ

নিজস্ব প্রতিবেদক

অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে নকল পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানের ২০ লাখ টাকার কার্বনেটেড বেভারেজ পণ্য জব্দ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের ভ্রাম্যমাণ আদালত।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- রিয়েল টাইগার, ব্রেক আপ, রয়্যাল টাইগার, স্পিডি, ডেল্টা অরেঞ্জ, জি-৫০ ব্রান্ডের কার্বোনেটেড বেভারেজ।

আজ বৃহস্পতিবার ঢাকা জেলার আশুলিয়া থানাধীন আউকপাড়া, দশদাহী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে গ্রুপ জি-৫০ বেভারেজ লিমিটেড থেকে রয়েল টাইগার ও স্পিড এর আদলে প্রস্তুতকৃত বিপুল পরিমাণ নকল ও মানহীন কার্বনেটেড বেভারেজ জব্দ করা হয়।

প্রতিষ্ঠানের মালিক পলাতক থাকায় মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। পাশাপাশি কারখানাটি সীলগালা করা হয়েছে।

বিএসটিআই কর্মকর্তা মো. সাইদুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। 

অভিযানে উপস্থিত ছিলেন, বিএসটিআই মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন