রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তিন রাষ্ট্রদূতের পরিচয় পেশ

নিজস্ব প্রতিবেদক

বঙ্গভবনে গতকাল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন সুইডেনের নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেক্সান্দ্রা বার্গ ফন লিন্ডে। পরিচয় পর্ব পেশ শেষে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা। গতকাল স্পেনের নবনিযুক্ত রাষ্ট্রদূত ফ্রান্সিসকা ডি অসিস বেনেতিজ সালাজ নরওয়ের নবনিযুক্ত রাষ্ট্রদূত এসপেন রিকতার সেভেন্ডসেনও রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র পেশ করেন।

রাষ্ট্রপতি নবনিযুক্ত রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে বলেন, সুইডেন, নরওয়ে স্পেনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে অনেক গুরুত্ব দেয় বাংলাদেশ। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন সংবাদমাধ্যমকে কথা জানান।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান সময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন