সৌদিতে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল বিমান

কূটনৈতিক প্রতিবেদক

সৌদি আরবে ফ্লাইট পরিচালনা নিয়ে জটিলতার অবসান ঘটেছে। বাংলাদেশ বিমান দেশটিতে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে সৌদি আরব। একইভাবে বাংলাদেশও সৌদি এয়ারলাইনসকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। ফলে সৌদি আরবে ফেরত যেতে ইচ্ছুক প্রবাসীরা এখন নিজ কর্মে যোগ দিতে যেতে পারবেন। গতকাল সন্ধ্যায় বণিক বার্তাকে এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুল মোমেন।

সৌদি ফেরত যেতে ইচ্ছুক যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তারা আগামী রোববার ঢাকার সৌদি দূতাবাসে গিয়ে মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন। আর চলতি আরবি মাসের ২৪ দিন পর্যন্ত নিয়োগকর্তার (কফিল) কাছ থেকে আকামার মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন প্রবাসীরা।

গতকাল সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুল মোমেন বলেন, আমাদের প্রবাসীরা সৌদি আরবে যেতে পারবেন। দেশটিতে তাদের দরজা খুলে গেছে। এতদিন বিমান বন্ধ ছিল। তারা এখন বিমানকে অনুমোদন দিয়েছে।

ভিসা ইকামার মেয়াদ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, অধিকাংশেরই ভিসা আছে। ১০০ জনের মধ্যে ছয়জনের হয়তো ভিসার মেয়াদ শেষ। তারা (সৌদি আরব) বলেছে, ভিসার মেয়াদ বাড়িয়ে দেবে। এর কোনো সময়সীমা নেই। রোববার কার্যক্রম চালু করবে সৌদি দূতাবাস। সেখানে গেলে ভিসার মেয়াদ বাড়িয়ে দেবে। ইকামা নিয়ে সৌদি জানিয়েছে, সময় কারো যদি ইকামার মেয়াদ শেষ হয়ে যায়, আরবি চলতি মাসের যে ২৪ দিন বাকি রয়েছে, তার মধ্যেই ইকামার মেয়াদ বাড়ানোর বিষয়টি তারা গ্রহণ করবে।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট নয়, বরং চলমান বিশেষ ফ্লাইটেই সৌদিগামী যাত্রীদের বহন করা হবে। সৌদি থেকে রিটার্ন টিকিটে বাংলাদেশে এসেও লকডাউনের কারণে সৌদি ফিরতে পারেননি এমন কিছুসংখ্যক প্রবাসীকে সেদেশে ফেরাতে আরো দুটি বিশেষ ফ্লাইট ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ২৬ ২৭ সেপ্টেম্বর বিমান বিশেষ ফ্লাইট দুটি পরিচালনা করবে।

১৬ ১৭ মার্চের ফিরতি টিকিটধারী যাত্রীদের ফ্লাইটে বুকিংয়ের জন্য বিমান সেলস অফিসে টিকিট, পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত অ্যাপস/লিংক থেকে অনুমোদন ইত্যাদিসহ ২৪ সেপ্টেম্বর যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সেই সঙ্গে নতুন ফ্লাইট অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্য যাত্রীদেরও বুকিংয়ের জন্য অবহিত করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইনসটি। তবে অন্য তারিখের যাত্রীদের এখনই অযথা কাউন্টারে ভিড় না করতে অনুরোধ করছে তারা।

বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন বলেন, বাংলাদেশ বিমানের যেসব যাত্রী ১৬ ১৭ মার্চের জেদ্দা রিয়াদের বিমানের রিটার্ন কেটেছিলেন তাদের ২৬ সেপ্টেম্বর (ঢাকা-জেদ্দা) ২৭ সেপ্টেম্বর (ঢাকা-রিয়াদে) বিশেষ ফ্লাইটে সৌদি আরব নিয়ে যাওয়া হবে।

গতকাল প্রবাসে থাকা বাংলাদেশীদের সৌদি আরবে ফেরত যেতে চান এমন প্রবাসীদের নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রবাসী কল্যাণমন্ত্রীর সভাপতিত্বে ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিমান প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দুপুরে প্রবাসী নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুল মোমেন বলেন, গতকাল সৌদিতে যারা ফেরত যেতে চান, সেই বড়সংখ্যক প্রবাসী বিভিন্ন জায়গায় শোভাযাত্রা করেন। আমাদের মন্ত্রণালয়েও এসেছিলেন। আমরা সেই প্ররিপ্রেক্ষিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাপতিত্বে বৈঠক করি। বৈঠকটি আগেই ঠিক করা ছিল। প্রবাসী কল্যাণমন্ত্রী বৈঠকটি আগেই ডেকেছিলেন। আন্তঃমন্ত্রণালয় বৈঠকটি আমরা নিয়মিত করি। বৈঠকে সৌদি প্রবাসীদের ফেরত যাওয়াটা শীর্ষ বিষয়বস্তু হিসেবে আলোচনা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী চান না প্রবাসীরা কোনো অসুবিধায় পড়ুক। সেজন্য আমরা ভিসা ইকামার মেয়াদ তিন মাস বাড়ানোর অনুরোধ করেছি। আমাদের রাষ্ট্রদূত বিষয়টি নিয়ে সৌদি আরবে কাজ করছেন। আশা করি সৌদি আরব আমাদের প্রতি সদয় হবে।

সৌদি আরব কভিডের কারণে খুব উদ্বিগ্ন জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের প্রবাসী বাংলাদেশীর অনেকে রোগে আক্রান্ত হয়েছেন, অনেকে মারাও গিয়েছেন। আমাদের সংখ্যা নিতান্ত কম নয়। সেই কারণে তারা সজাগ।

প্রবাসীদের ধৈর্য ধরার পরামর্শ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব আইন-শৃঙ্খলার অবনতি জটলা মোটেই পছন্দ করে না। তারা এগুলো নজরদারি করছে। প্রচার মাধ্যমে যে ছবিগুলো আসছে তা নিয়ে সৌদি সরকার গবেষণা করছে। আমাদের ভয় হলো এভাবে জটলা পাকিয়ে আন্দোলন করছে দেখলে আন্দোলনকারীদের ভিসা বাতিল করে দেবে। কিংবা কাজও বাতিল করে দেবে। তারা ব্যাপারে খুব শক্ত। তারা বাতিল করলে আমাদের কিছু করার নেই। তখন আমাদের প্রবাসীরাই ক্ষতিগ্রস্ত হবেন। আগেও ধরনের ঘটনা ঘটেছে। প্রবাসীদের কোনো সমস্যা থাকলে আমাদের কাছে বলবেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন