ডাচ্-বাংলা ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার বন্ড প্রস্তাবে অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)গতকাল ৭৪১তম কমিশন সভায় অনুমোদন দেয়া হয়। বন্ডটির বৈশিষ্ট্য হলো, এটি আনসিকিউরড। অর্থাৎ এর বিপরীতে কোনো জামানত রাখা নেই। এটি নন-কনভার্টিবল। অর্থাৎ এটি কোনোভাবেই শেয়ারে রূপান্তর হবে না। বন্ডটি ফুললি রিডিমেবল, যা সাত বছর শেষে পূর্ণ অবসায়ন হবে। এছাড়া এটি হবে ফ্লোটিং রেটবিশিষ্ট সাবঅর্ডিনেটেড বন্ড।

স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, বিভিন্ন ফান্ড, করপোরেট প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীর কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে। এর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে ডাচ্-বাংলা ব্যাংক তাদের টিয়ার-টু মূলধন ভিত্তি শক্তিশালী করবে।

বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে লাখ টাকা। এর ট্রাস্টি হিসেবে রয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। অনুমোদিত লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে অন্তর্ভুক্ত করার শর্ত আরোপ করেছে বিএসইসি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন