অনলাইনে বিক্রিতে স্থায়ী হওয়ার প্রত্যাশা নাইকির

বণিক বার্তা ডেস্ক

অনলাইনে ব্যাপকভাবে বিক্রি বাড়ার সঙ্গে করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে স্পোর্টসওয়্যার জায়ান্ট নাইকি। জুন থেকে আগস্ট পর্যন্ত ত্রৈমাসিকে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটির ডিজিটালি বিক্রি বেড়েছে ৮২ শতাংশ। যার ফলে দোকানগুলোতে বিক্রিতে যে পতন তা কাটানো সম্ভব হয়েছে।

মঙ্গলবার চীনসহ অনেকগুলো প্রধান মার্কেট ঘুরে দাঁড়ানোর ফলে সংস্থাটির আয় ১০. বিলিয়ন ডলার। আগের ত্রৈমাসিকে দোকান বন্ধ হয়ে যাওয়া এবং বৈশ্বিক লকডাউনের কারণে আয় কমে গিয়েছিল এক-তৃতীয়াংশের বেশি। পরিপ্রেক্ষিতে অনলাইনের বিক্রিতে অভাবনীয় উত্থানের ফলে এখন সেটিকে স্থায়ী করার কথা ভাবছেন প্রধান নির্বাহী হন ডোনাহোয়ে।

তিনি বলেন, আমরা জানি ডিজিটাল হচ্ছে নিউ নরমাল। ভোক্তারা এখন ডিজিটালি অবস্থান করছেন এবং স্বাভাবিকভাবেই আর ফিরে যাবেন না।

এদিকে নাইকির প্রধান বাজারগুলো যেমন চীন, জাপান, দক্ষিণ কোরিয়া যুক্তরাজ্যে বিক্রি বেড়েছে। তবে দক্ষিণ আমেরিকার বাজারগুলোতে বিক্রি হ্রাস পেয়েছে। তবে যুক্তরাষ্ট্রের নাইকির শেয়ারের মূল্যও বৃদ্ধি পেয়েছে। লিমিটেড এডিশন ফুটওয়্যারগুলো প্রকাশের জন্য নাইকি তাদের ওয়েবসাইট এবং শপিং অ্যাপসগুলো ব্যবহার করেছে।

বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন