আইফেল টাওয়ার প্রাঙ্গণে বোমা আতঙ্ক

বণিক বার্তা ডেস্ক

প্যারিসের বিশ্বখ্যাত আইফেল টাওয়ারে গতকাল এক সন্দেহভাজন সবকিছু বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়। এতে টাওয়ারটির আশপাশ থেকে লোকজন সরিয়ে নিয়েছে ফরাসি পুলিশ। পুরো এলাকা ঘেরাও করে রেখেছে তারা। জানিয়েছে, হুমকিটি সত্য কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। খবর ডেইলি মেইল।

পুলিশকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুপুর ১২টায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি পুলিশকে ফোন করে জানিয়েছে যে তারা টাওয়ারটিতে একটি বোমা স্থাপন করেছে। বেলা ১টায় টাওয়ারের এক সূত্র জানিয়েছে, টাওয়ারটি পরবর্তী নির্দেশনা দেয়া পর্যন্ত বন্ধ রয়েছে। এদিকে স্থানীয় সাংবাদিক আমাওরি বুকো টুইটারে পুলিশের এলাকা ঘেরাও করার ছবি পোস্ট করেছেন। কোনো সূত্র উদ্ধৃত না করে তিনি লিখেছেন, আইফেল টাওয়ার ঘেরাও করে রেখেছে পুলিশ।

স্থানীয় সময় বুধবার বিকালে পুলিশকে অস্ত্র হাতে টাওয়ারটির আশপাশে দেখা গেছে। আশপাশের রাস্তা ফুটপাত বন্ধ করে দেয়া হয়েছে।

উল্লেখ্য, কভিড-১৯ মহামারীর কারণে তিন মাস বন্ধ ছিল আইফেল টাওয়ার। সম্প্রতি বিধিনিষেধ শিথিল করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় টাওয়ারটি যেখানে প্রতি বছর প্রায় ৬০ লাখ পর্যটক আসেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন