আমরা নেটওয়ার্কসের ১০০ কোটি টাকার বন্ড প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

আমরা নেটওয়ার্কস লিমিটেডের ১০০ কোটি টাকার ফুললি রিডিমেবল নন-কনভার্টিবল জিরো কুপন বন্ড ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

আজ বুধবার বিএসইসির ৭৪১তম সভায় এ অনুমোদন দেয়া হয়।

বন্ডটির অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, এটি আনসিকিউরড ও আনলিস্টেড। এর কুপন হার ৮ দশমিক ৬৮ থেকে ৯ দশমিক ৭৩ শতাংশ। বন্ডটি বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীর কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ আমরা নেটওয়ার্কস নতুন একটি প্রকল্প বাস্তবায়ন, ঋণ পরিশোধ ও চলতি মূলধন প্রয়োজনীয়তা মেটানোর কাজে লাগাবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১ কোটি টাকা।

এ বন্ডের ট্রাস্টি হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টস লিমিটেড। লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন