কুড়িগ্রামে দুর্গম চরাঞ্চলে লংকাবাংলা ফাউন্ডেশনে ত্রাণ বিতরণ

বণিক বার্তা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলের বন্যা দুর্গতদের মাঝে লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ সামগী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার চিলমারী উপজেলার অষ্টমির চরের খোরদো বাঁশপাতার, খামার বাঁশপাতার, জুগনীর চর ও নয়ারহাটে চরাঞ্চলের সহস্রাধিক হতদরিদ্র বন্যা দুর্গত পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কুড়িগ্রামের পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী (বীর বিক্রম), লংকাবাংলা ফাইন্যান্সের হেড অব এডিসি মো. জাহাংগীর হোসেন, লংকাবাংলা ফাইন্যন্সের চিফ রিস্ক অফিসার মোহাম্মদ কামরুল হাসান, ডুসমারা থানার অফিসার ইনচার্জ, অষ্টমির চর ইউনিয়নের চেয়ারম্যান আবু তালেব প্রমুখ।

কুড়িগ্রামের পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের তত্ত্বাবধানে ও জেলা পুলিশের সহযোগিতায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত এক হাজার প্যাকেট ত্রাণ সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ২ কেজি মশুর ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিড়া, আধা কেজি গুড়, ১ কেজি লবন, টোস বিস্কুট ১ আধা কেজি।

কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান এবারের দীর্বঘ বন্যায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র মানুষকে সহায়তার জন্য লংকাবাংলা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন