২৬ ক্রিকেটার করোনা নেগেটিভ, পজিটিভ শুধু রাহী

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলংকা সফর সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্কিল ট্রেনিং ক্যাম্পে যোগ দেয়া ক্রিকেটারদের মধ্যে একজন বাদে সবাই কভিড-১৯ টেস্টে নেগেটিভ হয়েছেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পজিটিভ শুধু পেসার আবু জায়েদ রাহী। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ক্রিকেটারদের কভিড-১৯ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নমুনার পরীক্ষার ফলাফল সম্পর্কে জানিয়েছে বিসিবি।

করোনাভাইরাস টেস্ট নিয়ে বিসিবির চিকিত্সক দেবাশীষ চৌধুরী বলেন, পেস বোলার আবু জায়েদ রাহী করোনাভাইরাসে পজিটিভ হয়েছেন। স্বাস্থ্যবিধি অনুসরণ করে আইসোলেশনে থেকে তিনি চিকিত্সা গ্রহণ করবেন এবং যথাসময়ে তার পরবর্তী টেস্ট করা হবে।

তিনি বলেন,বাংলাদেশ টিম স্কিল ক্যাম্প’-এ অংশ নেয়া ২৭ ক্রিকেটারের নমুনা সংগ্রহ করে টেস্ট করা হলে ২৬ জনই নেগেটিভ হন, পজিটিভ শুধু রাহী। 

আজ চতুর্থ দিনের মতো চলছে ক্যাম্প। আগামী মাসে তিন টেস্টের সিরিজ খেলতে শ্রীলংকা সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। যদিও কভিড-১৯ মহামারী নিয়ে লংকানদের কঠোর শর্তের কারণে এ সফর খানিকটা অনিশ্চয়তার মধ্যেও রয়েছে।  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন