এই শীতে ফ্লু ভ্যাকসিন অপরিহার্য

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাজ্যে ফ্লু করোনাভাইরাসের মিলিত বিপদ এড়াতে নাগরিকদের ফ্লু ভ্যাকসিন নিতে পরামর্শ দেয়া হচ্ছে। গবেষণা জানাচ্ছে কোনো ব্যক্তি একই সঙ্গে ফ্লু করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে। এতে আক্রান্তের অবস্থা বেশ খারাপ, এমনকি মৃত্যুও হতে পারে। ইংল্যান্ডে বছর বিনা মূল্যে প্রচুর পরিমাণে ফ্লু ভ্যাকসিন দেয়া হবে। পঞ্চাশোর্ধ্বরা সবাই বিনা মূল্যে ফ্লু ভ্যাকসিন পাবেন। কভিড ভ্যাকসিন বাজারে আসার কোনো নির্দিষ্ট দিনক্ষণ এখনো নির্দিষ্ট হয়নি। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য সরকার শীতকালে করোনা পরিস্থিতি কেমন হতে পারে তা নিয়ে উদ্বিগ্ন। পাবলিক হেলথ ইংল্যান্ড তাদের এক পর্যবেক্ষণে দেখেছে, করোনার সঙ্গে একই সময়ে কেউ ফ্লুতে আক্রান্ত হলে শুধু করোনার চেয়ে মৃত্যুর আশঙ্কা দ্বিগুণ হয়ে যায়। প্রতি বছর ফ্লুতে আক্রান্ত হয়ে ইংল্যান্ডে ১১ হাজার মানুষ মারা যায় এবং এর অনেক বেশি সেবা নেয় হাসপাতালে। ইংল্যান্ডের ডেপুটি চিফ মেডিকেল অফিসার অধ্যাপক জোনাথন ভ্যান-টেম বলেছেন, ফ্লু মরণঘাতী হতে পারে এবং শিশু প্রাপ্তবয়স্কদের মধ্যে সহজে ছড়িয়ে পড়তে পারে। ফ্লু থেকে বাঁচতে ভ্যাকসিনই সেরা উপায়। বিশেষত আপনি যদি ফ্লুতে ঝুঁকিপূর্ণ মানুষের তালিকায় থাকেন। এই শীতে ফ্লু কভিডে একসঙ্গে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। তাই ফ্লুর ফ্রি ভ্যাকসিন নিয়ে নেয়া জরুরি।

বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন