বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া যৌথ উদ্যোগ

স্টার্টআপদের ‘আইডিয়াথন’ কনটেস্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের স্টার্টআপদের জ্ঞান দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের স্টার্টআপ ইকোসিস্টেম বিকশিত করার লক্ষ্যে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া যৌথ উদ্যোগে আয়োজন করতে যাচ্ছে আইডিয়াথন কনটেস্ট। ১৯ সেপ্টেম্বর বেলা ৩টায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে আইডিয়াথন কনটেস্টটির উদ্বোধন করেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে আইডিয়া প্রকল্প আয়োজন করছে প্রতিযোগিতা। এর সহআয়োজক কোরিয়া প্রডাক্টিভিটি সেন্টার (কেপিসি) এবং কোরিয়া ইনভেনশন প্রমোশন অ্যাসোসিয়েশন (কাইপা) এছাড়া বাংলাদেশের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং দক্ষিণ কোরিয়ার মিনিস্ট্রি অব জাস্টিস গ্লোবাল স্টার্টআপ ইমিগ্রেশন সেন্টার আয়োজনের সহযোগী।

লেটস স্টার্ট ইউ আপ স্লোগান নিয়ে অনুষ্ঠেয় কনটেস্টের চূড়ান্ত বাছাই শেষে সেরা পাঁচ উদ্ভাবনী স্টার্টআপকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। বিজয়ীরা পাবে দক্ষিণ কোরিয়ায় ছয় মাসের বিশেষ প্রশিক্ষণ, ইনকিউবেশন, ফান্ডিং, আন্তর্জাতিক পেটেন্টসহ কপিরাইট ট্রেডমার্ক পাওয়ার সহযোগিতা। এছাড়া সেরা ২৫টি টিম পাবে বিশেষ মেনটরিং সম্মাননাপত্র।

আইডিয়াথন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, তরুণদের উৎসাহিত অনুপ্রাণিত করাই হলো ধরনের আয়োজনের মূল লক্ষ্য। আয়োজনের ফলে বাংলাদেশ কোরিয়ার মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, তা একটা ভিন্ন মাত্রায় উন্নীত হবে। আমরা শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছি। বিশ্বের বুকে আমরা প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক একটি উন্নত অর্থনীতির বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছি। ২০০৯ সাল থেকে ধাপে ধাপে আমরা আইসিটি ইকোসিস্টেম গড়ে তুলতে পেরেছি, ফল হিসেবে এখন আমাদের দক্ষ মানবসম্পদ তৈরি হচ্ছে এবং ১০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম পিএএ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) পার্থপ্রতিম দেব, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিনা এফ জাবিন।

এছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি . রুবানা হক। তিনি স্টার্টআপদের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন এবং দেশের স্টার্টআপদের শুভকামনা জানান। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন আইডিয়া প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন