পেঁয়াজের আমদানিনির্ভরতা কমিয়ে আনতে চায় ভুটান

বণিক বার্তা ডেস্ক

অভ্যন্তরীণ বাজারে মূল্যবৃদ্ধির লাগাম টানতে পেঁয়াজ রফতানি সাময়িক নিষিদ্ধ করেছে ভারত। এতে শুধু বাংলাদেশ নয়, বরং ভারতের অন্যান্য প্রতিবেশী দেশও পেঁয়াজ নিয়ে সংকটে পড়েছে। বাদ যায়নি ভুটানও। পরিস্থিতি থেকে উত্তরণ আগামী দিনগুলোয় এমন সংকট এড়াতে পেঁয়াজের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোয় জোর দিয়েছে ভুটান। এর মধ্য দিয়ে পাহাড়ি দেশটি মূলত পেঁয়াজের আমদানিনির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণ হতে চায়। খবর ফ্রেশপ্লাজাডটকম।

ভারতের মতো ভুটানেও এবার বৃষ্টি বেশি হয়েছে। দেখা দিয়েছে বন্যা। ভারি বৃষ্টিতে ব্যাহত হয়েছে পেঁয়াজ উৎপাদন। এর মধ্যেই ভারত সম্প্রতি পেঁয়াজ রফতানিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। এতে ভুটানের বাজারে সরবরাহ সংকট থেকে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। কেননা পেঁয়াজ আমদানিতে পাহাড়ি দেশটি মূলত ভারতের ওপর নির্ভরশীল।

তবে এমন পরিস্থিতি এবারই প্রথম নয়। গত বছরও ভারত পেঁয়াজ রফতানিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করলে পণ্যটি নিয়ে সংকটে পড়ে ভুটান। বারবার একই পরিস্থিতি দেখা দেয়ার জের ধরে ভুটানের কৃষি মন্ত্রণালয় পেঁয়াজের নিজস্ব উৎপাদন বাড়াতে জোরালো উদ্যোগ নিয়েছে।

ভুটানের কৃষি বিভাগের পরিচালক কিনলে শেরিং বলেন, পারো, পুনাখা, গাসা, মোনজারসহ কয়েকটি জেলায় বাধ্যতামূলকভাবে পেঁয়াজ টমেটো উৎপাদন বাড়াতে বলা হয়েছে। এর মধ্য দিয়ে স্থানীয়ভাবে উৎপাদিত পেঁয়াজ টমেটো দিয়েই এসব জেলার চাহিদা পূরণ করা সম্ভব হবে। ফলে পেঁয়াজের আমদানিনির্ভরতা অনেকাংশে কমে আসবে।

তিনি আরো বলেন, পেঁয়াজের অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে এসব জেলার কৃষকদের সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে। সরকারি দপ্তর তাদের ভালো মানের বীজ সরবরাহ করবে। প্রয়োজনে ভর্তুকি দেয়া হবে। উৎপাদনের যেকোনো পর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ কারিগরি সহায়তা দেয়া হবে একেবারে বিনামূল্যে। এসব উদ্যোগের মধ্য দিয়ে পেঁয়াজ টমেটো উৎপাদনে দু-তিন বছরের মধ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চায় ভুটান সরকার, যাতে আমদানিনির্ভরতার কারণে বাহ্যিক কোনো কারণে ভবিষ্যতে এসব পণ্য নিয়ে সংকটে পড়তে না হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন