শি জিনপিংয়ের সমালোচকের ১৮ বছরের কারাদণ্ড

বণিক বার্তা ডেস্ক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সমালোচক হিসেবে পরিচিত রেন ঝিকিয়াং নামে এক টাইকুনকে ১৮ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বেইজিংয়ের একটি আদালতে তার বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ অর্থ তছরুপের মামলা দায়ের করা হয়েছিল। খবর বিবিসি।

প্রেসিডেন্ট শি জিনপিংকে পরোক্ষভাবে ভাঁড় আখ্যা দেয়ার পর গত মার্চে গ্রেফতার হয়েছিলেন রেন। পরে তার বিরুদ্ধে রাষ্ট্র নিয়ন্ত্রিত রিয়েল স্টেট গ্রুপের সম্পত্তি তছরুপ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়। মঙ্গলবার বেইজিংয়ের আদালত তাকে দুর্নীতিতে অভিযুক্ত করে কারাদণ্ডের পাশাপাশি ৪২ লাখ ইউয়ান জরিমানাও করেছে।

বেইজিংয়ের নম্বর অন্তর্বর্তীকালীন আদালত ওয়েবসাইটে রায় প্রকাশ করেছেন। এতে বলা হয়েছে, রেন রাষ্ট্রীয় রিয়েল স্টেট গ্রুপের নির্বাহী থাকাকালে ১২ লাখ ৫০ হাজার টাকা

ঘুষ গ্রহণ করেছেন এবং কোটি ইউয়ান অর্থ আত্মসাৎ করেছেন।

শি জিনপিংয়ের নাম উল্লেখ না করে রেন এক নিবন্ধে বলেছিলেন, তিনি কোনো সম্রাটকে নতুন কাপড় প্রদর্শনীর জন্য দাঁড়িয়ে থাকতে দেখেননি। কিন্তু একজন নগ্ন ভাঁড় সম্রাট হওয়ার জন্য সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন