সরকারি তালিকায় বাদ পড়েছে ভারতের প্রায় ৪ লাখ কোম্পানি

বণিক বার্তা ডেস্ক

গত তিন বছরে কোম্পানি আইনের সরকারি নথি থেকে হারিয়ে গেছে প্রায় লাখ ৮০ হাজার কোম্পানি। রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে তথ্য জানান করপোরেটবিষয়ক প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। পাশাপাশি তিনি জানিয়েছেন, কোম্পানি আইনে শেল কোম্পানি কোনটা, তা স্পষ্ট নয়। খবর পিটিআই।

অনুরাগ ঠাকুর বলছেন, শেল কোম্পানি বলে আলাদা করে কোনো সংজ্ঞা নেই। তবে সাধারণত সেই সব কোম্পানিকেই ধরা হয়, যারা সক্রিয়ভাবে ব্যবসা করছে না অথবা তাদের কোনো সম্পত্তি নেই; যা কর ফাঁকি, টাকা পাচার, বেনামি সম্পত্তি রাখা ইত্যাদির মতো কোনো বেআইনি উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।

সরকারের দ্বারা স্পেশাল টাস্কফোর্স গঠন করা হয়েছে, যারা এই শেল কোম্পানির বিষয়টি দেখছে। শেল কোম্পানি চিহ্নিতকরণে সুপারিশ করেছে বেশকিছু রেড ফ্ল্যাগ ইন্ডিকেটর মন্ত্রীর অভিমত, এসব কোম্পানিকে চিহ্নিত করে মুছে ফেলার জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।

দুই বা তার বেশি বছর ধরে কোনো আর্থিক বিবৃতি যারা ফাইল করছে না, তার ভিত্তিতে সেই সব কোম্পানিকে চিহ্নিত করা হয়েছে। গত তিন বছরে এমন লাখ ৮২ হাজার ৫৮১টি কোম্পানিকে মুছে ফেলা হয়েছে বলে জানান অনুরাগ ঠাকুর।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন