আরো কর্মী ছাঁটাইয়ে যাচ্ছে লুফথানসা

বণিক বার্তা ডেস্ক

আগে ঘোষিত ২২ হাজার কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি আরো কর্মী ছাঁটাইয়ে যাবে লুফথানসা। কভিড-১৯ মহামারীতে ভ্রমণ চাহিদায় বিপর্যয়ের ফলে সোমবার ঘোষণা দিয়েছে জার্মানির বৃহত্তম উড়োজাহাজ সংস্থা। খবর এএফপি।

এক বিবৃতিতে লুফথানসা জানায়, গ্রীষ্মে চাহিদায় কিছু উল্লম্ফনের পর ফের বুকিং হ্রাসের ফলে মাসে ৫০ কোটি ইউরো বা ৫৯ কোটি ডলার লোকসান গুনছে তারা। ২০২৫ সালের মধ্যে ৮০০ উড়োজাহাজের বহর থেকে ১৫০টি কমিয়ে আনা হবে। এর আগে ১০০ উড়োজাহাজ কমানোর পরিকল্পনা করেছিল লুফথানসা।

নতুন করে কতজন কর্মী ছাঁটাই হবে তা না জানানো হলেও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সংখ্যা পাঁচ হাজার হতে পারে। শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে উড়োজাহাজ সংস্থাটি। ব্যবস্থাপক পর্যায়ের কর্মীরা এতে বড় ধাক্কা খাবেন। ২০২১ সালের প্রথম প্রান্তিকের মধ্যে প্রতি পাঁচ ব্যবস্থাপকের মধ্যে একজনকে ছাঁটাই করা হবে। গত জুনে জার্মান সরকার থেকে ৯০০ কোটি ইউরোর বেইলআউটের মাধ্যমে দেউলিয়াত্ব থেকে রক্ষা পেয়েছে লুফথানসা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন