চট্টগ্রামের দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আবাসিক এলাকায় ছাড়পত্রবিহীন প্রতিষ্ঠান পরিচালনার দায়ে দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। 

গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তরের শুনানী শেষে চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন এই জরিমানা আদেশ দেন।

পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আবাসিক এলাকায় সারাফাত অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশন এবং এশিয়াকম এনার্জি টেকনোলজি লিমিটেড (অটো গ্যাস ফিলিং) নামের দুই ফিলিং স্টেশন আবাসিক এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েই দীর্ঘদিন পরিচালনা করে আসছিল। যা সরাসরি পরিবেশের আইনবিরুদ্ধ কাজ। সেজন্য দুই প্রতিষ্ঠানের মালিকপক্ষকে পরিবেশ অধিদপ্তরে শুনানিতে হাজির হওয়া নির্দেশ দেয়া হলে তারা শুনানিতে নিজেদের দোষ স্বীকার করে নেন। পরে প্রথমজনকে ২ লাখ এবং অপরজনকে একলাখ টাকা জরিমানা করা হয়। এসময় তাদের দ্রুত ছাড়পত্র সংগ্রহ করতে বলা হয়। 

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন জানান, চট্টগ্রামের বোয়ালখালীতে কোনো ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ফিলিং স্টেশন দুটি পরিচালরা করে আসছিল। শুনানিতে তাদের ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন