চলতি বছরেই জেরুজালেমে দূতাবাস হন্ডুরাসের

বণিক বার্তা ডেস্ক

২০২০ সাল শেষের আগেই তেলআবিব থেকে জেরুজালেমে নিজেদের দূতাবাস সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে মধ্য-আমেরিকার দেশ হন্ডুরাস। দেশটির নিরপেক্ষ থাকার নীতি থেকে সরে বিতর্কিত পদক্ষেপ ফিলিস্তিনিদের মাঝে ক্ষোভের সঞ্চার তৈরি করতে পারে। খবর আল জাজিরা।

হন্ডুরাসের প্রেসিডেন্ট হুয়ান অরলান্ডো হার্নান্দেজ এক টুইটে জানান, আমাদের কৌশলগত জোটের শক্তি বাড়াতে প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মাত্র কথা বললাম। আমরা ধারাবাহিকভাবে হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপা জেরুজালেমে দূতাবাস উদ্বোধনের বিষয়ে আলোচনা করেছি।

তিনি আরো বলেন, চলতি বছর শেষ হওয়ার আগেই মহামারীর প্রকোপ কমে এলে আমরা ঐতিহাসিক পদক্ষেপ নেয়ার প্রত্যাশা করছি।

নেতানিয়াহুও ২০২০ সালের মধ্যে দূতাবাসের উদ্বোধনের ব্যাপারে আশা প্রকাশ করেছেন। বর্তমানে হন্ডুরাসে ইসরায়েলের কোনো দূতাবাস নেই। কিন্তু গত মাসে দেশটিতে কূটনৈতিক কার্যালয় চালু করেছে ইসরায়েল।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে গত বছর হন্ডুরাস দীর্ঘদিনের নিরপেক্ষ থাকার নীতি থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া শুরু করে। ২০১৯ সালের সেপ্টেম্বরে জেরুজালেমে একটি বাণিজ্যিক অফিস চালু করেন হার্নান্দেজ। হন্ডুরাসের দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেয়ার অংশ হিসেবে ওই অফিস চালু করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন