করোনাভাইরাসকে বায়ুবাহিত সংক্রমণ হিসেবে সিডিসির স্বীকৃতি

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রের সিডিসি তাদের ওয়েবসাইটে হালনাগাদ স্বাস্থ্য নির্দেশিকায় বলেছে, করোনাভাইরাস সাধারণত শ্বাসের ছোট ড্রপলেট বা ছোট কণার মাধ্যমে ছড়াতে পারে। অর্থাৎ রকম ড্রপলেট বা কণা মানুষের শ্বাস-প্রশ্বাসের সময় তৈরি হয়। ওয়েবসাইটে আরো বলা হয়েছে, কভিড-১৯সহ রকম বায়ুবাহিত ভাইরাস অন্য ভাইরাসের তুলনায় বেশি সংক্রামক এবং দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

কিন্তু আগে বলা হয়েছিল, কভিড-১৯ মূলত ঘনিষ্ঠ যোগাযোগ যেমন ছয় ফুট দূরত্বের মধ্যে সংক্রমিত ব্যক্তির হাঁচি, কাশি বা কথা বলার সময় উত্পন্ন শ্বাস-প্রশ্বাসের ড্রপলেটের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

গত শুক্রবার আপডেট হওয়ার পর সাইটটিতে এখনো বলা হচ্ছে, কভিড-১৯ সাধারণত একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ হওয়া ব্যক্তিদের মধ্যে ছড়িয়ে পড়ে। সংক্রমিত ব্যক্তির হাঁচি, কাশি, গান, কথা শ্বাসের মাধ্যমে উত্পন্ন হওয়া ছোট ছোট কণা বায়ুকণা বা অ্যারোসলের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এটা ভাইরাসটি ছড়িয়ে পড়ার প্রধান উপায় বলে মনে করা হয়।

সিডিসি এখন বলছে, যখনই সম্ভব অন্যদের থেকে কমপক্ষে ছয় ফুট দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার এবং নিয়মিত পরিষ্কার জীবাণুমুক্ত করতে হবে। অসুস্থ হলে ঘরে বিচ্ছিন্ন থাকা উচিত।

সিএসএন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন