শাওমির ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা ফোন আসছে

বণিক বার্তা ডেস্ক

চীনভিত্তিক শাওমি তুলনামূলক সাশ্রয়ী দামে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা ফোন আনতে কাজ করছে। বৈশ্বিক বাজারে ডিভাইসটি শিগগিরই উন্মোচন করা হবে। খবর জিএসএম এরিনা।

প্রতিবেদন অনুযায়ী, শাওমি নতুন দুটি ফোন আনতে কাজ করছে। ডিভাইসগুলো গগিন গগিন প্রো নামে তৈরি করা হচ্ছে। এর মধ্যে প্রো সংস্করণটি ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরসহ বাজারে আসবে। অন্য সংস্করণটিতে ব্যবহার হবে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর।

ডিভাইস দুটি শাওমির রেডমি সাব-ব্র্যান্ডের আওতায় বাজারে আসবে। ডিভাইস দুটি উন্মোচন বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তারিখ প্রকাশ করা হয়নি।

শাওমি এবারই প্রথম ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর সংবলিত ফোন আনতে কাজ করছে তা নয়। এর আগে মি ১০ স্মার্টফোনে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং তাদের এস২০ আল্ট্রা এবং নোট ২০ আল্ট্রা স্মার্টফোনে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ব্যবহার করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন