তিতাস গ্যাসের ৪ প্রকৌশলী গ্রেফতার

আইইবির তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানি লিমিটেডের চার প্রকৌশলীকে গ্রেফতারের তীব্র নিন্দা কঠোর প্রতিবাদ জানিয়েছে প্রকৌশলীদের জাতীয় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এসব প্রকৌশলীর দ্রুততম সময়ের মধ্যে নিঃশর্ত মুক্তির দাবিও করা হয়েছে।

গতকাল এক বিবৃতিতে আইইবির কেন্দ্রীয় কাউন্সিলের পক্ষে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন (শীবলু) বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট দিকনির্দেশনায় করোনা মহামারীকালের দুর্যোগ মোকাবেলায় সারা দেশে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি প্রকৌশলীরাও সম্মুখযোদ্ধা হিসেবে সুনামের সঙ্গে কাজ করছেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক প্রকৌশলীর মৃত্যুও হয়েছে। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ করছি, দেশে সুনামের সঙ্গে কর্মরত প্রকৌশলীরা বিভিন্নভাবে শারীরিক নির্যাতন, মানসিক অত্যাচার, গ্রেফতার, রিমান্ড এমনকি হত্যাকাণ্ডের শিকারও হচ্ছেন। তিতাস গ্যাসের চার প্রকৌশলীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ব্যতীত, ফৌজদারি আসামি না হওয়া সত্ত্বেও এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের হাতকড়া পরিয়ে গ্রেফতার করে এবং দুইদিনের রিমান্ডও মঞ্জুর করা হয়, যা সারা দেশের প্রকৌশলী সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে এসব প্রকৌশলীকে দ্রুততম সময়ের মধ্যে নিঃশর্ত মুক্তির আহ্বান জানাই। চার প্রকৌশলীকে সামাজিক পারিবারিকভাবে হেনস্তা না করতে বিশেষভাবে অনুরোধ করছি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন