শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে তিন লাখের কাছাকাছি

নিজস্ব প্রতিবেদক

দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শুরুর সাড়ে ছয় মাসের মাথায় মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা পৌঁছে গিয়েছে সাড়ে তিন লাখের কাছাকাছি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে হাজার ৫৪৪ জন। নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে লাখ ৪৮ হাজার ৯১৬।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় কভিড-১৯ আক্রান্ত আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এতে করে দেশে মহামারীতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে হাজার ৯৩৯-এ। সময় সুস্থ হয়ে উঠেছে হাজার ১৭৯ জন। এর মধ্য দিয়ে দেশে করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়িয়েছে লাখ ৫৬ হাজার ৫৬৫-তে।

গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত ২৬ জনের মধ্যে পুরুষ নারী যথাক্রমে ১৯ নয়জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ২৪ জনের। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন দুজন। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ১৭ জন। এছাড়া ৫১-৬০ বছর বয়সসীমার মধ্যে সাতজনের এবং ৪১-৫০ ২১-৩০ বয়সসীমার মধ্যে একজন করে ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সর্বোচ্চ ১৯ জন ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন। এছাড়া চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন চারজন। রাজশাহী, খুলনা রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন একজন করে। পর্যন্ত মোট মৃত হাজার ৯৩৯ জনের মধ্যে পুরুষ নারীর সংখ্যা যথাক্রমে হাজার ৮৪৬ হাজার ৯৩।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৭টি ল্যাবে মোট ১১ হাজার ৫৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৮ লাখ ২১ হাজার ২৭০টি। গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ।

অন্যদিকে পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৯ দশমিক ১৬ শতাংশ।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেপ্টেম্বরের মধ্যে সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন একদিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা একদিনে সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রভিত্তিক জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, সংক্রমণ শনাক্তের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে ১৫তম। মৃতের সংখ্যার দিক থেকে বিশ্বে ২৮তম অবস্থানে রয়েছে। গোটা বিশ্বে পর্যন্ত মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা কোটি ৭৯ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে মৃতের সংখ্যা লাখ ৫৭ হাজারের বেশি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন