থাইল্যান্ডে সরকার পতন ও রাজতন্ত্রে সংস্কারের দাবি জোরালো হচ্ছে

বণিক বার্তা ডেস্ক

থাইল্যান্ডে সরকারবিরোধী আন্দোলন ক্রমেই জোরালো হয়ে উঠছে। প্রায় ২০ হাজার বিক্ষোভকারী শনিবার রাজধানী ব্যাংককে সমবেত হয়ে দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান-ওচার সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন। সময় অনেকে দেশটির রাজতন্ত্রেও সংস্কার আনার দাবি জানিয়েছেন। খবর রয়টার্স।

২০১৪ সালে অভ্যুত্থানের মাধ্যমে প্রায়ুত ক্ষমতায় আসার পর এটাই থাইল্যান্ডে বিক্ষোভ প্রদর্শনের সবচেয়ে বড় ঘটনা। শনিবারের বিক্ষোভে সবচেয়ে বেশি উচ্চারিত স্লোগানগুলোর মধ্যে একটি হলো সামন্ততন্ত্রের পতন হোক, জনগণ দীর্ঘজীবী হোক।

থাইল্যান্ডে সরকারবিরোধী আন্দোলন দানা বাঁধছে জুলাইয়ের মাঝামাঝি সময় থেকেই। আন্দোলনকারীরা ক্ষমতাসীন সরকারকে হটিয়ে নতুন সংবিধান নির্বাচনের দাবি জানাচ্ছেন। এছাড়া তারা থাই রাজারও সমালোচনায় মুখর হয়েছেন, যা দীর্ঘদিন ধরেই সেখানে নিষিদ্ধ বিবেচিত হয়ে আসছে।

শনিবারের বিক্ষোভ কর্মসূচিটি শুরু হয় থাম্মাসাত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। সেখান থেকে বিক্ষোভকারীরা গ্র্যান্ড প্যালেসের বাইরে অবস্থিত রয়্যাল ফিল্ড অভিমুখে অগ্রসর হন। বিক্ষোভে অংশ নেয়া এক ছাত্রনেতা বলেন, আমি আশা করব ক্ষমতায় থাকা ব্যক্তিরা সাধারণ মানুষের গুরুত্ব বুঝতে পারবেন। আমরা রাজতন্ত্রের একেবারে অবসান চাচ্ছি না। কেবল ব্যবস্থাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য লড়াই করছি।

বিক্ষোভ কর্মসূচির আয়োজকদের দাবি, এতে হাজার পঞ্চাশেক আন্দোলনকারীর সমাগম হয়েছে। অন্যদিকে পুলিশ বলছে সংখ্যা অন্তত ১৮ হাজার হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন