গ্যালাক্সি এম সিরিজের স্মার্টফোন

ভারতে ২ কোটি ইউনিট বিক্রির লক্ষ্য স্যামসাংয়ের

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের শেষ নাগাদ বিশ্বের অন্যতম বৃহৎ স্মার্টফোন বাজার ভারতে কোটি ইউনিট স্মার্টফোন বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে স্যামসাং। দেশটিতে -কমার্স চ্যানেলের মাধ্যমে বিপুলসংখ্যক ডিভাইস বিক্রি করতে চায় দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি। খবর টেলিকম লিড।

ভারতের তরুণ প্রজন্মকে লক্ষ্য করে গত বছর জানুয়ারিতে গ্যালাক্সি এম সিরিজের ডিভাইস উন্মোচন করে স্যামসাং। দেশটিতে সিরিজটির ডিভাইসগুলো শুধু শীর্ষস্থানীয় অনলাইন চ্যানেলেই বিক্রি অব্যাহত রাখা হয়েছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের ডাটা অনুযায়ী, ভারতের ক্রমবর্ধমান স্মার্টফোন বাজারে শাওমি ভিভোর কাছে ক্রমে বাজার হারাচ্ছে স্যামসাং। অবশ্য চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশটিতে ৪৮ লাখ ইউনিট স্মার্টফোন সরবরাহ করে ভিভোকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থান পুনরুদ্ধারে সক্ষম হয় প্রতিষ্ঠানটি। ভারতের নয়ডায় গ্যালাক্সি এম২১ স্মার্টফোন উৎপাদন করছে স্যামসাং। এপ্রিল-জুন প্রান্তিকে ভারতে সরবরাহ হওয়া শীর্ষ পাঁচটি ডিভাইসের মধ্যে গ্যালাক্সি এম২১ রয়েছে। এখন অনলাইন চ্যানেলের পাশাপাশি অফলাইনেও এম সিরিজের স্মার্টফোন বিক্রির কৌশল নিয়ে কাজ করছে স্যামসাং।

বিষয়ে স্যামসাং ইন্ডিয়া জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট অসিম ওয়ার্সি বলেন, তারা চলতি বছরের শেষ নাগাদ ভারতে ২০ কোটি ইউনিট গ্যালাক্সি এম সিরিজের স্মার্টফোন বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে। ভারতের স্মার্টফোন ক্রেতারা স্যামসাংয়ের এম সিরিজের ডিভাইসগুলোকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে। আকর্ষণীয় ডিজাইনের এম সিরিজের ডিভাইস দিয়ে আমরা ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ফিচার দিতে চেষ্টা করছি। ভারতের তরুণ

স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে আমরা কৃতজ্ঞ। ভারতে সাশ্রয়ী দামে উদ্ভাবনী ফিচার সমৃদ্ধ স্মার্টফোন সরবরাহে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, ভারতে পর্যন্ত আমরা গ্যালাক্সি এম সিরিজের আটটি ডিভাইস উন্মোচন করেছি। দেশটির বাজারে ছাড়া এম সিরিজের সর্বশেষ ডিভাইসটিতে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। শুধু ভারত নয়; বৈশ্বিক স্মার্টফোন বাজারের জন্য এটি একটি উল্লেখযোগ্য ঘটনা। কারণ এখন পর্যন্ত খুব কমসংখ্যক স্মার্টফোনেই এত বেশি সক্ষমতার ব্যাটারি ব্যবহূত হয়েছে।

ভারতে অনলাইনে স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখা গেছে এম সিরিজের গ্যালাক্সি এম৩০এস ডিভাইসের ক্ষেত্রে। ডিভাইসটি দেশটিতে অনলাইন চ্যানেলে ডিভাইস বিক্রিতে স্যামসাংয়ের শেয়ার বাড়াতে সবচেয়ে বড় অবদান রেখেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন