হুথিদের রকেট হামলায় সৌদি আরবে ৫ বেসামরিক ব্যক্তি আহত

বণিক বার্তা ডেস্ক

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান প্রদেশে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের রকেট হামলায় অন্তত পাঁচ বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল সৌদির রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমের বরাতে তথ্য নিশ্চিত হয়েছে। খবর রয়টার্স।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্রের বরাত দিয়ে দ্য সৌদি প্রেস এসেন্সি (এসপিএ) বলছে, জাজান প্রদেশের সীমান্ত এলাকার এক গ্রামে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এতে পাঁচ বেসামরিক নাগরিক সামান্য আহত হয়েছেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। তবে হুথি বিদ্রোহীরা হামলা চালিয়েছে কিনা সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া হুথিরাও হামলার দায় স্বীকার করেনি।

ইয়েমেনে পাঁচ বছরের বেশি সময় ধরে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। প্রায়ই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়।

২০১৪ সালে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি রাজধানী সানাসহ দেশটির অধিকাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। সেই সময় দেশটির প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর আল হাদি হুথি বিদ্রোহীদের হামলা থেকে বাঁচতে পালিয়ে সৌদি আরবে আশ্রয় নেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন