আফগান বিমান হামলায় ৩০ তালেবান নিহত

বণিক বার্তা ডেস্ক

আফগান সেনা কর্তৃক তালেবানদের ওপর পরিচালিত একাধিক বিমান হামলায় অন্তত ৩০ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। শনিবার হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা। খবর এএফপি।

তালেবান অবশ্য দাবি করেছে, বিমান হামলায় প্রায় দুই ডজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তাদের মধ্যে নারী শিশু রয়েছে। এমন সময় হামলার খবর এলো, যখন কাতারের দোহাতে আফগান সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা চলছে।

টুইটারে দেয়া এক বিবৃতিতে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শনিবার সকালে কুন্দুজ প্রদেশের খান আবাদ জেলায় আফগান সেনাবাহিনীর অবস্থানে হামলা চালায়। সক্রিয় আত্মরক্ষা প্রক্রিয়ায় সেনাবাহিনী ওই হামলা প্রতিহত করেছে। এতে ৩০ জনেরও বেশি তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই কমান্ডারও রয়েছেন।

পাল্টা বিবৃতিতে তালেবান দাবি করেছে, হামলায় তাদের কোনো যোদ্ধা নিহত হয়নি। বরং ২৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

স্থানীয় হাসপাতালের পরিচালক মোহাম্মদ নাইম মঙ্গল বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, হাসপাতালে তিন নিহত তিন আহত বেসামরিক নাগরিককে নিয়ে আসা হয়েছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন