নাভালনির কাছে ক্ষমা প্রার্থনা নোভিচক তৈরিতে সম্পৃক্ত রুশ বিজ্ঞানীর

বণিক বার্তা ডেস্ক

বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে বার্লিনে চিকিৎসা নিচ্ছেন রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি। অভিযোগ রয়েছে, রুশ সরকার তার শরীরে নোভিচক নার্ভ এজেন্ট নামের একটি বিষ প্রয়োগ করেছে। এবার এজেন্ট তৈরির সঙ্গে যুক্ত একজন বিজ্ঞানী নাভালনির কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছেন। খবর এএফপি।

সোভিয়েত সিক্রেট সার্ভিসের আওতায় অত্যন্ত গোপনে নোভিচক তৈরির কাজে কেমিস্ট হিসেবে সঙ্গে যুক্ত ছিলেন ভিল মিরজায়ানোভ। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এক সাক্ষাত্কারে সাবেক রুশ বিজ্ঞানী বলেন, নাভালনির শরীরে নোভিচক নার্ভ এজেন্ট প্রয়োগের খবর এসেছে। আমি তার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। কেননা আমি এটি তৈরির সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলাম।

এর আগে গোপন ওই প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত আরেক বিজ্ঞানী ভ্লাদিমির উগলেভ বলেন, এক মাসের মধ্যে নাভালনি সুস্থ হয়ে উঠছেন। এর অর্থ নোভিচক তার শরীরে প্রবেশ করেনি বরং ত্বকের সংস্পর্শে এসেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন