টেলিকম সফটওয়্যার ও সার্ভিস মার্কেট

আবারো শীর্ষ অবস্থানে নকিয়া

বণিক বার্তা ডেস্ক

ফিনল্যান্ডভিত্তিক টেলিকম নেটওয়ার্ক সরঞ্জাম নির্মাতা নকিয়া টেলিকম সফটওয়্যার সেবাপ্রদানের ক্ষেত্রে আবারো শীর্ষ অবস্থানে উঠে এসেছে। বাজার হিস্যা বিবেচনা করে টেলিকম, মিডিয়া টেকনোলজি বিষয়ক বৈশ্বিক গবেষণা পরামর্শক প্রতিষ্ঠান অ্যানালাইসিস ম্যাসন ফার্ম তথ্য জানিয়েছে। খবর টেলিকম লিড।

অ্যানালাইসিস ম্যাসনের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বাজার হিস্যা বাড়ানোর জন্য নকিয়ার নেয়া কৌশল প্রতিষ্ঠানটিকে সফটওয়্যার ব্যবসার ক্ষেত্রে ক্রমেই শক্তিশালী অবস্থান তৈরি করতে সহযোগিতা করছে। গত বছরে বৈশ্বিক টেলিকম সফটওয়্যার সার্ভিস মার্কেটের প্রবৃদ্ধি হয়েছে প্রায় শতাংশের মতো। একই সময় বাজারটির আকার হাজার ৬৯০ কোটি ডলারে পৌঁছেছে। এর মধ্যে নকিয়ার বাজার হিস্যা রয়েছে প্রায় ৪৫০ কোটি ডলার।

বাজার হিস্যা ধরে রাখার কৌশলের বিষয়ে নকিয়া বলছে, তাদের সফটওয়্যার পণ্য মূলত ক্লাউড ন্যাটিভ, মাল্টি-নেটওয়ার্ক, মাল্টি-ভেন্ডার সফটওয়্যার ফাউন্ডেশনের প্রকৌশল অনুযায়ী তৈরি। এর ফলে সব ধরনের পাবলিক ক্লাউড প্লাটফর্মের কার্যক্রমের ক্ষেত্রে তাদের সফটওয়্যার বেশ কার্যকরী।

ব্যাপক অর্থে নকিয়ার ফোর্টফোলিও ভার্চুয়ালাইজেশন, ডিজিটাল অবকাঠামো, নেটওয়ার্ক অরচেস্ট্রেশন, অটোমেশন, এআই মেশিন লার্নিং এবং কগিনেটিভ অ্যানালিটক্সের মতো উচ্চ প্রবৃদ্ধির ক্ষেত্রগুলোতে অধিক কার্যকর।

বৈশ্বিক টেলিকম বাজারে সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে নকিয়া অ্যানালাইসিস ম্যাসনের প্রতিবেদনে ২০১৭ সালের শীর্ষে উঠে আসে। এর পরের বছরে টেলিকম সফটওয়্যার এবং সেবা সরবরাহের ক্ষেত্রে আবারো শীর্ষ অবস্থান ধরে রাখে ফিনিশ জায়ান্ট প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় গত বছরও নিজেদের শীর্ষ অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।

গত কয়েক বছর ধরে নকিয়ার শীর্ষ অবস্থান ধরে রাখার বিষয়ে অ্যানালাইসিস ম্যাসনের নেটওয়ার্ক সফটওয়্যার রিসার্চের প্রধান ল্যারি গোল্ডম্যান বলেন, নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশনের ক্ষেত্রে বড় প্রবৃদ্ধির কারণেই মূলত নকিয়ার তাদের আধিপত্য ধরে রাখতে সক্ষম হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন