৭ হাজার ডলারের পথে তামার টন

বণিক বার্তা ডেস্ক

আন্তর্জাতিক বাজারে তামার দাম ক্রমাগত বাড়তির দিকে রয়েছে। এক মাস আগেও লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) প্রতি টন তামার দাম ছিল হাজার ৫০০ ডলারের নিচে। এক মাসের ব্যবধানে ব্যবহারিক ধাতুটির দাম বেড়ে টনপ্রতি হাজার ৮০০ ডলার ছাড়িয়েছে। এভাবে বাড়তে থাকলে আগামী দিনগুলোয় প্রতি টন তামার দাম হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে। খবর মেটাল বুলেটিন মার্কেট ওয়াচ।

গত ১৮ আগস্ট এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা হাজার ৪৯২ ডলার ৫০ সেন্টে বেচাকেনা হয়েছিল। গত এক মাসে এটাই তামার সর্বনিম্ন দাম। এর পর থেকে ব্যবহারিক ধাতুটির দামে ক্রমাগত উত্থান-পতন দেখা গেছে। মাসের শেষ কার্যদিবসে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম ওঠে হাজার ৭২৮ ডলারে।

সেপ্টেম্বরের প্রথম কার্যদিবসে এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা হাজার ৭৮৮ ডলার ৫০ সেন্টে বিক্রি হয়। তবে এর পর পরই কমে আসে ব্যবহারিক ধাতুটির দাম। সেপ্টেম্বর এলএমইতে প্রতি টন তামা বিক্রি হয় যথাক্রমে হাজার ৭১৯ হাজার ৬১৩ ডলারে।

এর পর পরই বাড়তে শুরু করে তামার দাম। ধারাবাহিকতায় সেপ্টেম্বর এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম ওঠে হাজার ৭৯০ ডলার ৫০ সেন্টে। উত্থান-পতনের ধারাবাহিকতায় ১৬ সেপ্টেম্বর এলএমইতে প্রতি টন তামার দাম হাজার ৮০০ ডলার ছাড়িয়ে যায়। ওই দিন ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা বিক্রি হয় হাজার ৮১৩ ডলার ৫০ সেন্টে। ১৮ সেপ্টেম্বর এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম ওঠে হাজার ৮৩৩ ডলার ৫০ সেন্টে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, তামার দাম অব্যাহতভাবে বাড়ছে। এভাবে মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলে শিগগিরই এলএমইতে তামার দাম টনপ্রতি হাজার ডলারের মাইলফলক ছাড়িয়ে যেতে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন