আগামী জুলাই নাগাদ ঘরে বসে কাজ ডয়েচে ব্যাংকের

বণিক বার্তা ডেস্ক

ডয়েচে ব্যাংক তাদের কর্মীদের জানিয়ে দিয়েছে যে ২০২১ সালের জুলাইয়ের আগ পর্যন্ত তাদের অফিসে আসতে হবে না। ঘরে বসেই তারা তাদের কাজ চালিয়ে যেতে পারবেন। ব্যাংকটির অভ্যন্তরীণ একটি চিঠির বরাতে তথ্য নিশ্চিত হয়েছে। খবর সিএনএন বিজনেস।

জার্মানভিত্তিক শীর্ষ ব্যাংক বলছে, সিদ্ধান্তের ফলে কর্মীরা বাসায় তাদের সন্তানদের বেশি সময় দিতে পারবেন, যারা স্কুলে যেতে পারছে না।

নিউইয়র্ক শহরে পাঁচ হাজার কর্মীর ব্যাংকটি বলছে, কভিড-১৯ নিয়ন্ত্রণে শহরটি সফলতা দেখালেও গণপরিবহন, পরিচ্ছন্নতা, নিরাপত্তা অন্যান্য জীবনমান ইস্যু নিয়ে উদ্বেগের জেরে তারা শিগগিরই ৬০ ওয়াল স্ট্রিটে আসতে আগ্রহী নন।

ডয়েচে ব্যাংক এমন সময় ঘরে বসে কাজের সিদ্ধান্ত নিল যখন চলতি সপ্তাহে অফিসে কভিড-১৯- আক্রান্ত হওয়ায় কয়েকজন কর্মীকে বাসায় পাঠিয়েছে অন্য বৃহৎ ব্যাংক জেপি মরগান চেজ।

জেপি মরগানের ম্যাডিসন অ্যাভিনিউর অফিসে নভেল করোনাভাইরাস সংক্রমণের বিষয়টি উল্লেখযোগ্য ঘটনা। কারণ দীর্ঘমেয়াদে ঘরে বসে কাজ করার বিষয়টি বাস্তবসম্মত নয়, এমন দাবি করে কিছু কর্মীকে অফিসে ডেকে পাঠিয়েছিলেন ব্যাংকটির সিইও জ্যামি ডিমন। সিদ্ধান্তকে অবশ্য স্বাগত জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইটে সব কর্মীকে ডেকে পাঠানোর জন্য জেপি মরগানকে ধন্যবাদ জানানো হলেও প্রকৃত অর্থে অল্প কয়েকজনকে ডেকে পাঠিয়েছিলেন। অনেকেই তখনো ঘর থেকে অফিস করছিলেন। গত সপ্তাহে নতুন করে কিছু কর্মী কভিড-১৯ পজিটিভ হওয়ায় বিষয়টি পুনর্বিবেচনার কথা সামনে আসছে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন