ভারত থেকে আরো ২৫ হাজার টন পেঁয়াজ আসবে

নিজস্ব প্রতিবেদক

নিষেধাজ্ঞার মধ্যেই বিশেষ ব্যবস্থায় বাংলাদেশে ২৫ হাজার টন পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত সরকার।  শিগগিরই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। গতকাল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমে জানান, বাংলাদেশ ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু দেশ। বাংলাদেশের জন্য ভারত বিশেষ ব্যবস্থায় ২৫ হাজার টন পেঁয়াজ রফতানি করার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের কাছে লেখা একটি চিঠিতে পেঁয়াজ রফতানিতে ভারত সরকারের আচমকা নিষেধাজ্ঞায় গভীর উদ্বেগ জানিয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সে সঙ্গে ওই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার অনুরোধও জানানো হয়েছিল।

হিলি স্থলবন্দর দিয়ে আটকে থাকা পেঁয়াজ আমদানি শুরু : পাঁচদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতের অভ্যন্তরে আটকে থাকা পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তবে বেশ কয়েক দিন ট্রাকে আটকে থাকায় মান খারাপ হয়ে গিয়েছে অনেক পেঁয়াজের।

আটকে পড়া পেঁয়াজ ছাড়ে ভারত সরকারের অনুমতি পাওয়ার পর গতকাল বেলা সাড়ে ৩টায় আমদানীকৃত পেঁয়াজবাহী ট্রাক ভারত থেকে বাংলাদেশের হিলি স্থলবন্দরে প্রবেশ করে। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ওই বন্দর দিয়ে ১১ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর-রশীদ বলেন, অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে ভারত গত সোমবার থেকে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। এতে দেশে প্রবেশের অপেক্ষায় থাকা ২৫০ ট্রাক পেঁয়াজ ভারতের অভ্যন্তরে আটকা পড়ে। কয়েক দিন ধরে আটকে থাকার কারণে এসব পেঁয়াজের মান খারাপ হয়ে গিয়েছে। অনেক পেঁয়াজের ট্রাক থেকে রস বের হচ্ছে, পচা গন্ধ বের হচ্ছে। তবে কী পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়েছে, সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

ব্যবসায়ী জানান, গত রোববার টেন্ডার হওয়া যেসব পেঁয়াজ আটকে আছে তা রফতানির অনুমতি দিয়েছে ভারত সরকার। শুক্রবার রাতে অনুমতি মেলার পর গতকাল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়।

এদিকে ভারতে আটকে পড়া পেঁয়াজ প্রবেশের খবরে একদিনের মধ্যে দেশের বাজারে পণ্যটির দাম কমেছে ১০ থেকে ১৫ টাকা। হিলি স্থলবন্দরের আড়তগুলোতে পেঁয়াজ কিনতে আসা আব্দুল খালেক সাইদুল ইসলাম বলেন, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ার পর থেকেই হিলি স্থলবন্দরের বিভিন্ন আড়ত বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হয়ে যায়। প্রায় প্রতিদিনই পেঁয়াজের দাম বাড়তে থাকে। তবে আজ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে এমন খবরেই পণ্যটির দাম কমে গিয়েছে। বর্তমানে হিলিতে প্রতি কেজি পেঁয়াজ ৫০-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

পেঁয়াজের দাম কমার বিষয়টি নিশ্চিত করেছেন বিক্রেতারাও।  হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আলম হোসেন জানান, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ার পর থেকেই পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। তবে বন্দর দিয়ে পেঁয়াজ ঢুকবে, এমন খবরে কয়েক দিন ধরেই পেঁয়াজের বাজার ওঠানামা করছে। গতকাল আমরা পেঁয়াজ বিক্রি করেছি ৬৫-৭০ টাকা কেজি দরে। আজ বন্দর দিয়ে পেঁয়াজের ট্রাক প্রবেশের পর আড়তগুলোয় পণ্যটির দাম কমেছে। কম দামে কিনতে পারায় আমরাও বর্তমানে ৫০-৬০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন