আহমদ শফীর মৃত্যুতে এফবিসিআই সভাপতির শোক

বণিক বার্তা অনলাইন

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

শোক বার্তায় এফবিসিসিআই-এর সভাপতি আল্লামা শফীকে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন হিসেবে উল্লেখ করে বলেন, তিনি ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। পাশাপাশি কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নেও ভূমিকা রেখেছেন। আল্লামা শাহ শফীর মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবারের সকল সদস্যদের প্রতি আমাদের সমবেদনা। আল্লাহ সুবাহানাতালা ওনাকে বেহেস্ত নসিব করুক এবং তার পরিবারের সকলেক ধৈর্য ধারণ করার শক্তি দান করুন।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার পর রাজধানীর আজগর আলী হাসপাতালে শাহ আহমদ শফী ইন্তেকাল করেন।  তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ জানান, আহমদ শফীর বয়স হয়েছিল ১০৩ বছর।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন