নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ : প্রকৌশলীসহ তিতাসের ৮ কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের আট কর্মীকে (বরখাস্তকৃত) গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চারজন প্রকৌশলীও রয়েছেন। আজ শনিবার তাদের গ্রেফতার করার কথা জানিয়েছে সিআইডি।

গ্রেফতারকৃতরা হলেন, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানি লিমিটেডের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সহকারী প্রকৌশলী মানিক মিয়া, ব্যবস্থাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি ও সহকারী প্রকৌশলী এস এম হাসান শাহরিয়ার। 

এর বাইরে গ্রেফতার চার কর্মী হলেন- মো. ইসমাইল, মো. হানিফ মিয়া, মো. আতাউর আলী এবং মো. মনিবুর রহমান।

সিআইডির এএসপি (মিডিয়া) মো. জিসানুল হক বণিক বার্তাকে বলেন, নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনাটি তদন্ত শেষে সিআইডির পক্ষ থেকে ফতুল্লা থানায় একটি মামলা করা হয়ে। গ্রেফতার আটজন ওই মামলার আসামি। দুর্ঘটনার পেছনে তাদের দায়িত্ব অবহেলার প্রমাণ মিলেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন