পল্লবীর আমিরের বিরুদ্ধে আইজিপির দপ্তরে এলাকাবাসীর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

মিরপুর পল্লবী থানা এলাকার আমির হোসেন ওরফে ফর্মা আমিরের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগের শেষ নেই। বাউনিয়াবাঁধ এলাকার বস্তিগুলোয় অবৈধ গ্যাস, বিদ্যুৎ, পানি সংযোগ দিয়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া আমিরের বিরুদ্ধে রয়েছে অস্ত্র মাদক কারবারের অভিযোগ। পুলিশের ছত্রচ্ছায়ায় আমিরের অবৈধ কারবার পরিচালনার অভিযোগ তুলে আইজিপিস কমপ্লেইন মনিটরিং সেল- লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

ভুক্তভোগীদের অভিযোগ, বাউনিয়াবাঁধ ডি ব্লকের প্রতিটি ঘরে রয়েছে আমিরের অবৈধ বিদ্যুৎ। এমনকি কারো বৈধ মিটার থাকলেও বাধ্যতামূলক সবাইকে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করতে হয়। প্রতিটি লাইট ১০০, ফ্যান ২০০, ফ্রিজ ৩০০, হিটার ৫০০ টাকা হিসেবে আমিরকে দিতে হয়। বাউনিয়াবাঁধ এলাকায় প্রায় ৬০০ ঘরে আমিরের অবৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে এবং ৩০টির মতো রিকশার গ্যারেজে অবৈধ সংযোগ দিয়ে প্রতি মাসে গ্যারেজ বাসাবাড়ির অবৈধ বিদ্যুৎ থেকে প্রায় লাখ টাকা আয় করেন আমির। আর টাকার একটি মোটা অংক পান স্থানীয় পুলিশ বিদ্যুতের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা।

পুলিশ সদর দপ্তরের পাশাপাশি আমিরের অবৈধ কর্মকাণ্ডের বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়, মিরপুর ডিসি অফিসসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জমা দিয়েছেন এলাকাবাসী। ইতোমধ্যে আমিরের বিরুদ্ধে পুলিশের ছত্রছায়ায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বণিক বার্তাকে বলেন, পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকাবাসীর পক্ষ থেকে আমির হোসেনের বিরুদ্ধে জমা দেয়া লিখিত অভিযোগটি পুলিশ সদর দপ্তরের দৃষ্টিগোচর হয়েছে। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন