ঘুরে দাঁড়িয়েছে সৌদি আরবের জ্বালানি তেল রফতানি

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের জুনে সৌদি আরব থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি ইতিহাসের রেকর্ড নিম্ন অবস্থায় নেমে এসেছিল। তবে জুলাইয়ে দেশটির জ্বালানি তেলের রফতানি বাজার ঘুরে দাঁড়িয়েছে। সময় সৌদি আরব থেকে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি আগের মাসের তুলনায় বেড়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক জয়েন্ট অর্গানাইজেশন ডাটা ইনিশিয়েটিভের (জেওডিআই) সাম্প্রতিক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স অয়েলপ্রাইসডটকম।

অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় সৌদি আরব দ্বিতীয় অবস্থানে থাকলেও দেশটি জ্বালানি পণ্যটির শীর্ষ রফতানিকারক। জেওডিআইয়ের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুনে সৌদি আরব থেকে আন্তর্জাতিক বাজারে প্রতিদিন গড়ে ৪৯ লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হয়েছিল। দেশটির ইতিহাসে এটাই জ্বালানি তেলের সর্বনিম্ন মাসভিত্তিক রফতানির রেকর্ড। তবে পরের মাসে সৌদি আরব থেকে জ্বালানি পণ্যটির দৈনিক গড় রফতানি বেড়ে ৫৭ লাখ ৩০ হাজার ব্যারেলে উন্নীত হয়েছে। সেই হিসাবে, এক মাসের ব্যবধানে সৌদি আরব থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বেড়েছে দৈনিক গড়ে লাখ ৫০ হাজার ব্যারেল।

রফতানি খাতে চাঙ্গা ভাবের পাশাপাশি গত জুলাইয়ে সৌদি আরবের কূপগুলো থেকে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন আগের তুলনায় বেড়েছে। জেওডিআইয়ের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুলাইয়ে সৌদি আরবের কূপগুলো থেকে প্রতিদিন গড়ে ৮৪ লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছে। আগের মাসের তুলনায় জুলাইয়ে দেশটিতে জ্বালানি পণ্যটির দৈনিক গড় উত্তোলন বেড়েছে ১৩ দশমিক শতাংশ। তবে জুনের তুলনায় বাড়লেও গত জুলাইয়ে সৌদি আরবে ২০০২ সালের ডিসেম্বরের পর সবচেয়ে কম অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছে। 

জ্বালানি পণ্যটির রফতানিকারকদের জোট অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের (ওপেক) প্রভাবশালী সদস্য দেশ হিসেবে জ্বালানি পণ্যটির বৈশ্বিক উত্তোলন হ্রাস চুক্তির শর্ত মেনে চলার পরও জুলাইয়ে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন রফতানি দুটোই বাড়িয়েছে সৌদি আরব।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন