ভারতের বেশির ভাগ তাঁতি মাসে ৫ হাজার রুপির কম আয় করে

বণিক বার্তা ডেস্ক

ভারতে তাঁত শিল্পে নিযুক্ত সংখ্যাগরিষ্ঠ কর্মীর মাসিক আয় হাজার রুপির কম। চতুর্থ অল ইন্ডিয়া হ্যান্ডলুম সেনসাস ২০১৯-২০-এর বরাতে তথ্য উঠে এসেছে।  রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্র সরকারের বস্ত্র শিল্পমন্ত্রী স্মৃতি ইরানি জানান, বর্তমানে ভারতে তাঁত শিল্পে নিযুক্ত মোট কর্মী সংখ্যা ৩১ লাখ ৪০ হাজার। খবর ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।

ভারতে তাঁত শিল্পের সর্বশেষ সমীক্ষা হয়েছিল ২০০৯-১০ অর্থবছরে, তখন খাতে নিয়োজিত কর্মী সংখ্যা ছিল ২৭ লাখ ৮০ হাজার। তখন প্রতি তাঁতি পরিবার মাসে হাজার ৪২ রুপি করে আয় করত। তখন প্রায় ৯৯ শতাংশ তাঁতি পরিবারই মাসে হাজার রুপির কম আয় করত। এখনো ৭০ শতাংশেরও বেশি পরিবার হাজার রুপির কম আয় করছে। মাত্র দশমিক শতাংশ তাঁতি পরিবারের আয় ২০ হাজার রুপির বেশি।

যখন জানতে চাওয়া হয়, সরকার তাঁত শিল্প নিয়ে কী ব্যবস্থা নিয়েছে? প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, শিল্প চাঙ্গায় বিভিন্ন ধরনের প্রকল্প চালু করা হয়েছে। যার মধ্যে রয়েছে ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনএইচডিপি), কম্প্রিহেনসিভ হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট স্কিম, হ্যান্ডলুম উইভার কম্প্রিহেনসিভ ওয়েলফেয়ার স্কিম ইয়ার্ন সাপ্লাই স্কিম।

সরকার কাঁচামাল, তাঁত কেনা, নকশা করা, পণ্য বৈচিত্র্যকরণে আর্থিক সহায়তা করছে। তাঁতিদের দক্ষতা বাড়াতে, বিপণন, কম সুদে ঋণ ইত্যাদি ক্ষেত্রেও সহায়তা করেছে। তাছাড়া -কমার্সের মাধ্যমে তাঁত বস্ত্র বিক্রি তথা তুলে ধরতে সহায়তা করছে সরকার। বর্তমানে ২৩টি -কমার্স প্রতিষ্ঠান তাঁতপণ্য বাজারজাত করছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন