চীনে কাঁকড়া রফতানি দ্রুত চালুর দাবিতে বাগেরহাটে মানববন্ধন

বণিক বার্তা প্রতিনিধি বাগেরহাট

সব ধরনের প্রশাসনিক জটিলতা নিরসন করে দ্রুত চীনে কাঁকড়া রফতানি চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাগেরহাট জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির আয়োজনে গতকাল দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের ভাগা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাগেরহাট, মোংলা, দিগরাজ, চালনা, ফয়লা, রামপাল, ভাগাসহ বিভিন্ন এলাকার শতশত কাঁকড়া ব্যবসায়ী, বিভিন্ন কাঁকড়া ব্যবসায়ী সমিতির নেতা সহস্রাধিক খামারি অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন রামপাল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন দুলাল, বাংলাদেশ কাঁকড়া ব্যবসায়ী সরবরাহকারী সমিতির সাধারণ সম্পাদক অজয় কুমার বিশ্বাস, বাগেরহাট জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সভাপতি দীপঙ্কর মজুমদার, সাধারণ সম্পাদক মধুসূদন হাওলাদার, দ্বিগরাজ বাজার কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফ বিল্লাহ, মোংলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির নেতা উকিল উদ্দিন ইজারাদার, বাগেরহাট বাজার কাঁকড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অসীম কুমার সাহা, সাধারণ সম্পাদক সাধন কুমার সাহা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাগেরহাট জেলা থেকে প্রতি বছর বিপুল পরিমাণ কাঁকড়া রফতানি হয় চীনে, যা থেকে দেশে অনেক বিদেশী মুদ্রা আসে। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে টানা প্রায় পাঁচ মাসের অধিক সময় চীনে কাঁকড়া রফতানি বন্ধ রয়েছে। এতে একদিকে যেমন সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কাঁকড়া শিল্পে সম্পৃক্ত জেলার লক্ষাধিক পরিবার। রফতানি কার্যক্রম বন্ধ থাকায় ব্যাংকঋণের চাপ আর সংসারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন