২ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থতা

পদ হারাচ্ছেন ১০ কোম্পানির ১৭ পরিচালক

নিজস্ব প্রতিবেদক

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আল্টিমেটাম অনুসারে ৪৫ দিনের মধ্যে নূন্যতম ২ শতাংশ শেয়ারধারণে ব্যর্থ পরিচালকেরা তাদের পদ হারাতে যাচ্ছেন। তালিকাভুক্ত ১০ কোম্পানির ১৭ পরিচালক ২ শতাংশ শেয়ার না থাকার কারণে তাদের পদ হারাবেন। আগামী রোববার এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে বলে কশিমন সূত্রে জানা গেছে।

তালিকাভুক্ত ২২ কোম্পানির ৬১ জন পরিচালককে ৪৫ দিনের মধ্যে নূন্যতম ২ শতাংশ শেয়ার ধারণে এ বছরের ২ জুলাই আল্টিমেটাম দিয়েছিল বিএসইসি। কমিশনের আল্টিমেটার পাওয়ার পর ২৫ জন পরিচালক ২ শতাংশ শেয়ার ধারণ করেছে। ১৯ জন পরিচালক পদ থেকে পদত্যাগ করেছে। আর ১৭ জন পরিচালক ২ শতাংশ শেয়ার ধারণ কিংবা পর্ষদ থেকে পদত্যাগ কোনোটাই করেন নি। এর ফলে আইনানুসারে তাদেরকে পরিচালক পদ হারাতে হবে। অবশ্য আদালমে মামলা থাকার কারণে ১ পরিচালকের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে পারছে না বিএসইসি। মামলা নিষ্পত্তির পর এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন