মহালয়া উপলক্ষে মাহবুবুল এ খালিদের গান

বণিক বার্তা অনলাইন

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন মহালয়া উপলক্ষে গান লিখেছেন মাহবুবুল এ খালিদ। গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী নন্দিতা। 

গানটি মাহবুবুল এ খালিদের নিজস্ব ওয়েবসাইট ’খালিদসংগীত ডটকম’ (www.khalidsangeet.com)-এ প্রকাশিত হয়েছে।

‘মহালয়া’ গানটি প্রসঙ্গে গীতিকার মাহবুবুল এ খালিদ বলেন, মহিষাসুর বধের মতো যখন আমরা নিজের মনে লুকিয়ে থাকা অসুর বধ করবো এবং হিংসা, ক্রোধ ও ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্ববোধ ও মৈত্রীভাবে নিজেদের আবদ্ধ করবো, তখন মহালয়া স্বার্থক হবে। আর এটাই মহালয়ার শিক্ষা। এ গানটির মাধ্যমে মহালয়ার উদ্দেশ্য তাৎপর্য তুলে ধরা হয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন