পুঁজিবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও

নিজস্ব প্রতিবেদক

দেশের পুঁজিবাজারে গতকাল সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে দশমিক ৩২ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে দশমিক ৩৪ শতাংশ।

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শুরু হয় গতকালের লেনদেন। মিনিট দশের মধ্যেই ডিএসইএক্স দিনের সর্বোচ্চ অবস্থান হাজার ১২৮ পয়েন্টে উঠে যায়। তবে ঊর্ধ্বযাত্রার পরই হঠাৎ ধস নামে সূচকে। এক পর্যায়ে হাজার ১০১ পয়েন্টে নেমে যায় ডিএসইএক্স। তবে এরপর আবার ঊর্ধ্বমুখী হয় বাজার। হাজার ১০০ পয়েন্ট নিয়ে লেনদেন শুরু করা ডিএসইএক্স শেষ পর্যন্ত অবস্থান করছিল হাজার ১১৬ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ বেশি।

প্রধান সূচক বাড়লেও গতকাল পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ কমেছে ডিএসইর শরিয়াহ্ সূচক ডিএসইএস। দিন শেষে হাজার ১৬৮ পয়েন্টে অবস্থান করেছে সূচকটি, আগের দিন শেষে যা ছিল হাজার ১৭০ পয়েন্টে। এদিকে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে পয়েন্ট বা দশমিক ১৬ শতাংশ বেড়ে লেনদেন শেষে হাজার ৭৬৪ পয়েন্টে অবস্থান করে, আগের দিন শেষে যা ছিল হাজার ৭৬১ পয়েন্ট।

ডিএসইতে গতকাল লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ১২০টির, আর অপরিবর্তিত ছিল ৫১টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে মোট লেনদেনের ১৮ শতাংশ দখলে নিয়ে শীর্ষ অবস্থানে ছিল সাধারণ বীমা খাত। ১৩ শতাংশ দখলে নিয়ে এরপর রয়েছে প্রকৌশল খাত। এছাড়া ১০ শতাংশ দখলে নিয়ে যৌথভাবে তৃতীয় অবস্থানে ছিল বস্ত্র ব্যাংক খাত।

ডিএসইতে গতকাল লেনদেনে শীর্ষে ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড, বিডি ফিন্যান্স, বিবিএস কেবলস লিমিটেড ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেড।

এক্সচেঞ্জটিতে গতকাল সমাপনী দরের ভিত্তিতে দরবৃদ্ধিতে শীর্ষ ১০ সিকিউরিটিজের তালিকায় রয়েছে এইচআর টেক্সটাইল লিমিটেড, নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আরএসআরএম, বিডি ফিন্যান্স, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড, বিডিকম অনলাইন লিমিটেড সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

এদিকে গতকাল ডিএসইতে দরপতনের তালিকায় শীর্ষ ১০ সিকিউরিটিজ হলো উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড, বিডি ওয়েল্ডিং, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেড, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড নর্দান ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।

দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে গতকাল প্রধান সূচক সিএসসিএক্স দিনের ব্যবধানে প্রায় ৩০ পয়েন্ট বেড়ে হাজার ৭৬৯ পয়েন্টে অবস্থান করে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল হাজার ৭৩৯ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৮২টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৯০টির, আর অপরিবর্তিত ছিল ৪৮টির বাজারদর।

দেশের উভয় পুঁজিবাজারেই গতকাল টাকার অংকে লেনদেন বেড়েছে। ডিএসইতে এদিন মোট হাজার ১৪৭ কোটি ২৫ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৯৯৫ কোটি ৫৯ লাখ টাকা। অন্যদিকে সিএসইতে ৩৫ কোটি ১৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২৬ কোটি ১৩ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন