এএফসি হেলথের আইপিও প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

এএফসি হেলথ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল বিএসইসির ৭৪০তম কমিশন সভায় কোম্পানিটিকে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৭ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এএফসি হেলথকে ১০ টাকা অভিহিত মূল্যে কোটি ৭০ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১৭ কোটি টাকা উত্তোলনের জন্য অনুমোদন দেয়া হয়েছে। অর্থ দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি সরঞ্জাম ক্রয় এবং আইপিও প্রক্রিয়ার ব্যয় নির্বাহ করবে।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১৩ টাকা ১৩ পয়সা। শেয়ারপ্রতি আয় (ইপিএস) টাকা ৪৭ পয়সা। ভারিত গড় হারে কোম্পানিটির ইপিএস ৮৪ পয়সা।

ইলেকট্রনিক সাবস্ক্রিপশন পদ্ধতিতে এএফসি হেলথের সাধারণ শেয়ারের চাঁদা প্রদানে ইচ্ছুক প্রত্যেক যোগ্য বিনিয়োগকারীর চাঁদাগ্রহণ শুরুর দিন থেকে পূর্ববর্তী পঞ্চম কার্যদিবস শেষে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজারমূল্যে ন্যূনতম কোটি টাকা বিনিয়োগ থাকতে হবে। এএফসি হেলথের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন