ভারতে সেরে ওঠাদের মধ্যে বাড়ছে মানসিক ট্রমা

বণিক বার্তা ডেস্ক

ভারতে ক্রমবর্ধমান সংক্রমণের সঙ্গে কভিড-১৯ রোগীদের মধ্যে গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। রাজেশ তিওয়ারির (৪২) যেকোনো স্ক্রিনের প্রতি মারাত্মক ফোবিয়া সৃষ্টি হয়েছে। তিনি মনে করেন, বড় স্ক্রিন বিশেষত টিভি কম্পিউটার মনিটরগুলো এমন দৈত্য জন্তু, যা তাকে আক্রমণ করতে পারে।

হাসপাতাল থেকে বাড়িতে আসার প্রথম কয়েক সপ্তাহ আমার পরিবারের জন্য খুব কঠিন সময় ছিল। আইসিইউয়ের প্রতিনিয়ত বিপিং ফ্ল্যাশিং নাম্বারের ছবিগুলো আমি মাথা থেকে সরিয়ে ফেলতে লড়াই করছি। বাড়িতে আসার পর তিনি টিভি দেখে চিত্কার করে উঠতেন এবং সেটা ভেঙে ফেলার চেষ্টা করতেন।

অশিত শর্মা তার পরিবারও একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিল। ৪৯ বছর বয়সী শর্মা ১৮ দিন আইসিইউতে অতিবাহিত করেছিলেন। তিনি বলেন, একদিন আমার পাশে দুজন রোগী মারা গিয়েছিল এবং তাদের মৃতদেহ বেশ কয়েক ঘণ্টা সেখানেই ছিল। এই চিত্রগুলো কিছুতেই আমি মাথা থেকে সরাতে পারছি না। আমি এখনো আশঙ্কা করি কভিড আমাকে হত্যা করতে পারে।

চিকিৎসকরা বলছেন, প্রতিটা হাসপাতালে তাদের জন্য কিছু করা দরকার। আমরা কভিড থেকে লোকদের বাঁচাতে পারলেও মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে তাদের হারাতে পারি।

বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন