খাদ্য সংকট এড়াতে গম আমদানি বাড়িয়েছে মিসর

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী অন্যান্য অনেক দেশের মতো মিসরের সামনে বড় চ্যালেঞ্জের জন্ম দিয়ে। মহামারীতে খাবারের চাহিদা বাড়লেও বাড়েনি অন্নের সংস্থান। ফলে সম্ভাব্য খাদ্য সংকটের ঝুঁকি এড়াতে দেশটি আন্তর্জাতিক বাজার থেকে গম আমদানি বাড়িয়ে দিয়েছে। ধারাবাহিকতায় জুলাই শুরু হওয়া খাদ্যপণ্যের ২০২০-২১ বিপণন মৌসুমের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) দেশটি ২৪ লাখ টনের বেশি গম আমদানি করেছে। খবর রয়টার্স এগ্রিমানি।

চলতি বছরের শুরুর দিকে মিসর সরকার জানিয়েছিল, করোনা মহামারী শুরুর পর সর্বোচ্চ ছয় মাস জনগণের মুখে অন্ন তুলে দেয়ার মতো শস্যের মজুদ রয়েছে। বর্তমানে বছরের নবম মাস চললেও মহামারী দ্রুত দূর হওয়ার কোনো লক্ষণ নেই। পরিস্থিতিতে এসে আন্তর্জাতিক বাজার থেকে শস্য আমদানি বাড়ানো ছাড়া মিসরের সামনে আর কোনো বিকল্প নেই। তা না হলে তীব্র খাদ্য সংকটে পড়বে মিসর।

সম্ভাব্য সংকট সামাল দিতে আগেভাগেই আমদানি প্রক্রিয়া জোরদার করেছে বিশ্বের শীর্ষ গম আমদানিকারক দেশ মিসর। ২০২০-২১ বিপণন মৌসুসের জুলাই আগস্টে নীল নদ বিধৌত উত্তর আফ্রিকার দেশটি সব মিলিয়ে ২৪ লাখ টনের কিছু বেশি গম আমদানি করেছে, যা আগের মৌসুমের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বেশি।

২০১৯-২০ মৌসুমের প্রথম দুই মাসে মিসরীয় আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে সব মিলিয়ে ১৭ লাখ ২০ হাজার টন গম আমদানি করেছিলেন। সেই হিসাবে এক বছরের ব্যবধানে দেশটিতে কৃষিপণ্যটির আমদানি বেড়েছে সাড়ে ছয় লাখ টনের বেশি। এর মধ্যে ৮৫ শতাংশ গম রাশিয়া থেকে আমদানি করেছে মিসরের জেনারেল অথরিটি ফর সাপ্লাই কমোডিটিজ (জিএএসসি)

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন