বৈরী আবহাওয়ায় চাঙ্গা হয়ে উঠেছে বাজার

বণিক বার্তা ডেস্ক

টানা কয়েক দিনের মন্দা ভাবের পর অবশেষে চাঙ্গা হয়ে উঠেছে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার। গতকাল যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানি পণ্যটির দাম শতাংশের বেশি বেড়েছে। এর পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে আবহাওয়া পরিস্থিতি নিয়ে আশঙ্কা। যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী হারিকেন শ্যালি। এর জের ধরে স্থানীয় কূপগুলো থেকে জ্বালানি পণ্যটির উত্তোলন সীমিত হয়ে এসেছে। প্রভাব পড়েছে জ্বালানি তেলের দামে। খবর রয়টার্স ব্লুমবার্গ।

যুক্তরাষ্ট্রের বাজারে গতকাল ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় ব্যারেলপ্রতি ৭৬ সেন্ট বেড়েছে। দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৪১ ডলার ২৯ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৮৮ শতাংশ বেশি। একই চিত্র দেখা গেছে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামেও। জ্বালানি পণ্যটির দাম বেড়েছে ব্যারেলে ৮৭ সেন্ট। দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ৩৯ ডলার ১৫ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ২৭ শতাংশ বেশি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হারিকেন শ্যালি মেক্সিকো উপসাগরের উপকূলের দিকে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে। এর জের ধরে মেক্সিকো উপসাগর উপকূল বরাবর যুক্তরাষ্ট্রের তেলকূপগুলো ২৭ শতাংশ কার্যক্রম গুটিয়ে নিতে হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ব্যুরো অব সেফটি অ্যান্ড এনভায়রনমেন্টাল এনফোর্সমেন্ট (বিএসইই) ফলে অঞ্চলের কূপগুলো থেকে গতকাল পর্যন্ত অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক গড় উত্তোলন লাখ ৯৭ হাজার ৭২ ব্যারেল কমে এসেছে। পরবর্তী কয়েক দিনে জ্বালানি পণ্যটির উত্তোলন আরো কমে আসার সম্ভাবনা রয়েছে। মূলত কারণে যুক্তরাষ্ট্রের বাজারে মন্দা ভাব কাটিয়ে চাঙ্গা হয়ে উঠেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।

এদিকে হারিকেন শ্যালির কারণে মেক্সিকো উপসাগরীয় অঞ্চলের কূপগুলো থেকে গতকাল পর্যন্ত প্রাকৃতিক গ্যাস উত্তোলন ২৮ শতাংশ কমে এসেছে বলে জানিয়েছে বিএসইই, দৈনিক হিসেবে যার গড় পরিমাণ দাঁড়িয়েছে ৭৬ কোটি ঘনফুট।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন