ভারতে শনাক্ত অর্ধকোটি ছাড়ালো

বণিক বার্তা অনলাইন

আমেরিকার পর দ্বিতীয় দেশ হিসেবে ভারতে করোনাভাইরাসের সংক্রমিত শনাক্তের সংখ্যা অর্ধকোটি ছাড়ালো। আজ বুধবার নতুন করে ৯০ হাজার ১২৩ জনের কভিড-১৯ শনাক্তের তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই সঙ্গে সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারাও গেছেন ১২৯০ জন। 

ভারতে এ নিয়ে মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়ালো ৫০ লাখ ২০ হাজার ৩৫৯-এ। সংক্রমণের হিসাবে প্রথম স্থানে থাকা যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ৬৬ লাখ ৪ হাজার পেরিয়েছে, আর তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত ৪৩ লাখ ৮২ হাজারের কিছু বেশি।

দৈনিক আক্রান্তের হিসাবে ভারতে গেল পাঁচদিন শনাক্ত কিছুটা কমেছিল। তবে পাঁচদিনের মাথায় নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর পর আক্রান্ত শনাক্তের সংখ্যাও আগের মতো ৯০ হাজার ছাড়ালো। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৫০ হাজার ৯৫৬ ও ৩৬ হাজার ৬৫৩ জন।

আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাও ক্রমেই বাড়ছে। শেষ ২৪ ঘণ্টায় মৃত ১২৯০ জনসহ দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮২ হাজার ৬৬ এ। আর এর বিপরীতে গত ২৪ ঘণ্টায় ৮২ হাজার ৯৬১ জনসহ সুস্থ হয়েছেন এখন পর্যন্ত ৩৯ লাখ ৪২ হাজার ৩৬০ জন। যা মোট আক্রান্তের ৭৮ দশমিক ৫ শতাংশেরও বেশি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন