নিঃসরণ হ্রাসে উচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণের আহ্বান প্রধান নির্বাহীদের

বণিক বার্তা ডেস্ক

জলবায়ু উত্তপ্তকারী নিঃসরণ হ্রাসে ইউরোপীয় নেতাদের কাছে আরো উচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়ে আহ্বান জানিয়েছেন অ্যাপল, গুগলসহ ১৫০টিরও বেশি বৈশ্বিক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা। দ্য কেমব্রিজ ইনস্টিটিউট ফর সাসটেইনেবিলিটি লিডারশিপ (সিআইএসএল) জানিয়েছে, বিষয়ে এক চিঠিতে বিশ্বের বিভিন্ন ব্র্যান্ড বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রধানরা স্বাক্ষর করেছেন। খবর এএফপি।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বুধবার ২০৩০ সালের গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ হ্রাসের লক্ষ্যমাত্রা উন্মোচন করতে যাচ্ছেন। অবস্থায় প্রধান নির্বাহীদের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এড়াতে এবং একটি টেকসই প্রতিযোগিতামূলক অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে চলতি দশকের শেষ নাগাদ গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ অন্ততপক্ষে ৫৫ শতাংশ কমিয়ে আনতে হবে। ব্রাসেলসও ইইউতে নিঃসরণ ১৯৯০-এর দশকের তুলনায় ৫৫ শতাংশ কমানোর বিষয়ে চেষ্টা করছে। তবে বর্তমানে অঞ্চলটির গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ হ্রাসের লক্ষ্যমাত্রা ৪০ শতাংশ।

মূলত ২০৫০ সাল নাগাদ পুরোপুরি কার্বন নিঃসরণমুক্ত হতে চাইছে ইউরোপীয় কমিশন। লক্ষ্যে কমিশন পাঁচ বছর মেয়াদি গ্রিন ডিল পদক্ষেপ হাতে নিয়েছে। এর মধ্য দিয়ে ইইউর ২৭টি সদস্য দেশকে আগামী ৩০ বছরের মধ্যে দূষণকারী নিঃসরণ গ্রিনহাউজ গ্যাসের অপসারণের বিষয়ে লক্ষ্য বেঁধে দেয়া হয়েছে। এক্ষেত্রে কার্বন আটকানোর প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি পরামর্শ দেয়া হয়েছে বনায়নের।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন