সিরিয়ায় ড্রোন হামলায় তিউনিসীয় শীর্ষ জিহাদি নিহত

বণিক বার্তা ডেস্ক

উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিরিয়ায় ড্রোন হামলায় এক শীর্ষ তিউনিসীয় জিহাদির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ড্রোন হামলা পরিচালনা করে। স্থানীয় সময় সোমবার বিদ্রোহীদের অধীকৃত ইদলিবে হামলায় মারা যান হুররাস আল-দীনের নেতা সায়াফ আল-তুনসি। খবর এএফপি।

দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রাহমান বলেন, যুক্তরাষ্ট্রের ড্রোনটি হুররাস আল-দীনের নেতার গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এতে তার মৃত্যু হয়। হুররাস আল-দীন ছোট হলেও আল কায়েদার নেতৃত্বাধীন গোষ্ঠীগুলোর মধ্যে তুলনামূলকভাবে বেশ শক্তিশালী। গোষ্ঠীটি মূলত হায়াত তাহরির আল-শামের প্রতিযোগী। এদিকে তুনসি ছিলেন একজন সাবেক নুরসা নেতা। অভিযোগ আছে, ২০১৫ সালে ইদলিব প্রদেশের দ্রুজে গ্রামে ২০ জনকে হত্যারস পেছনে তার হাত রয়েছে। তবে সোমবারের হামলার বিষয়ে মার্কিন কর্তৃপক্ষ তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন