ধস নামছে যুক্তরাষ্ট্রের কয়লা উত্তোলনে

বণিক বার্তা ডেস্ক

করোনা মহামারীর জের ধরে বড় ধরনের মন্দার মুখে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কয়লা উত্তোলন। চলতি বছর দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন আগের বছরের তুলনায় ২৮ শতাংশ কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) সাম্প্রতিক প্রতিবেদনে সম্ভাবনার কথা জানানো হয়েছে। খবর রয়টার্স সিএনবিসি।

যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় শীর্ষ কয়লা উত্তোলনকারী দেশ। ইআইএর পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের কূপগুলো থেকে সব মিলিয়ে ৫১ কোটি ১০ লাখ শর্ট টন কয়লা উত্তোলন হতে পারে, যা আগের বছরের তুলনায় ২৮ শতাংশ কম। ১৯৬৪ সালের পর এটাই হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে জ্বালানি পণ্যটির সর্বনিম্ন উত্তোলনের রেকর্ড।

প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, আগামী বছর যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে ৬০ কোটি শর্ট টন কয়লা উত্তোলনের সম্ভাবনা রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন