সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

একদিন বিরতির পর আজ আবার উত্থানের ধারায় ফিরেছে দেশের শেয়ারবাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে দশমিক ১৭ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে দশমিক ১৯ শতাংশ।

আজ মঙ্গলবার শেষের একঘণ্টা ছাড়া সারাদিনই সূচক অস্থিতিশীল ছিল। তবে শেষ দিকে এসে বাজার মোটামুটি স্থিতিশীল হয়। ৫ হাজার ৯২ পয়েন্ট নিয়ে লেনদেন শুরু করা ডিএসইএক্স শেষ পর্যন্ত অবস্থান করছিল ৫ হাজার ১০০ পয়েন্টে, যা গতকালের চেয়ে ৫ পয়েন্ট বা দশমিক ১৭ শতাংশ বেশি। প্রায় এক বছর পর ৫ হাজার ১০০ পয়েন্ট ছুঁলো সূচকটি।

ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস আজ বেড়েছে ভগ্নাংশের ব্যবধানে। দশমিক ১৫ পয়েন্ট বা দশমিক শূন্য ১ শতাংশ বেড়ে সূচকটি আগের দিনের মতোই ১ হাজার ১৭০ পয়েন্টে অবস্থান করছে। এদিকে ডিএসইর ব্লু চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৫ পয়েন্ট বা দশমিক ৩ শতাংশ বেড়ে আজ লেনদেন শেষে ১ হাজার ৭৬১ পয়েন্টে অবস্থান করছে, গতকাল শেষে যা ছিল ১ হাজার ৭৫৬ পয়েন্ট।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১৭৪টির, আর অপরিবর্তিত ছিল ৫৩টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইতে মোট লেনদেনের ১৯ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে সাধারণ বীমা খাত। ১৫ শতাংশ দখলে নিয়ে এরপর রয়েছে ওষুধ খাত। এছাড়া ১২ শতাংশ দখলে নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত।

ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, ওরিয়ন ফার্মা লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স করপোরেশন লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

এক্সচেঞ্জটিতে আজ সমাপনী দরের ভিত্তিতে দরবৃদ্ধিতে শীর্ষ ১০ সিকিউরিটিজের তালিকায় রয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড, অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড, অ্যাম্বি ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড ও লিবরা ইনফিউশনস লিমিটেড।

এদিকে আজ ডিএসইতে দরপতনের তালিকায় শীর্ষ ১০ সিকিউরিটিজ হলো- শ্যামপুর সুগার মিলস লিমিটেড, আরএন স্পিনিং মিলস লিমিটেড, জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড, সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেড, ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বিআইএফসি, তাল্লু স্পিনিং মিলস লিমিটেড, তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড, কেয়া কসমেটিকস লিমিটেড ও দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড।

দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে আজ প্রধান সূচক সিএসসিএক্স দিনের ব্যবধানে প্রায় ১২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৩৯ পয়েন্টে অবস্থান করছে। গত কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ৮ হাজার ৭২৭ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১৪৯টির, আর অপরিবর্তিত ছিল ৩৯টির বাজারদর।

আজ দেশের উভয় পুঁজিবাজারেই টাকার অংকে লেনদেন অনেকখানি কমেছে। ডিএসইতে আজ মোট ৯৯৫ কোটি ৫৯ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৪৮ কোটি ৯৫ লাখ টাকা। অন্যদিকে সিএসইতে আজ ২৬ কোটি ১৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৩৯ কোটি ২ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন