অর্থনীতিতে ৬০ বছরের মধ্যে সর্বাধিক সঙ্কোচন দেখবে এশিয়া

বণিক বার্তা অনলাইন

করোনা মহামারী এশিয়ার অর্থনৈতিক উন্নয়নকে মহাসঙ্কটের দিকে ঠেলে দেবে বলে আশঙ্কা করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।  এডিবি বলছে, ছয় দশকের মধ্যে সর্বাধিক আঞ্চলিক অধোগতি দেখবে ‘উন্নয়নশীল এশিয়া’ খ্যাত এ অঞ্চলের ৪৫ দেশ। চলতি ২০২০ সালে এই অঞ্চলের অর্থনীতি দশমিক ৭ শতাংশ সঙ্কুচিত হবে বলে ভবিষ্যদ্বাণী করেছে সংস্থাটি।

তবে ২০২১ সালে এই অঞ্চলের অর্থনীতির প্রবৃদ্ধি আগের ধারায় ফিরে আসবে এবং পরের বছর ৬ দশমিক ৮ শতাংশ হারে বাড়বে বলেও উল্লেখ করেছে এডিবি। 

আজ মঙ্গলবার এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০২০ এর হালনাগাদ প্রতিবেদন করেছে এডিবি। সেই প্রতিবেদনে এশিয়ার অঞ্চলের অর্থনীতি সম্পর্কে এমন পর্যবেক্ষণই দেয়া হয়েছে।

প্রতিবেদনে এশিয়া অঞ্চলের পূর্বাভাসকৃত জিডিপি প্রবৃদ্ধি দশমিক ১ শতাংশ থেকে কমিয়ে বলা হয়েছে। এডিবির প্রধান অর্থনীতিবিদ ইয়াসুয়ুকি সাউয়াদা এক বিবৃতিতে বলেন, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশিরভাগ দেশের অর্থনীতি চলতি বছরের বাকি সময় বেশ ভুগবে।

এডিবির এই ভবিষ্যদ্বাণী অবশ্য নতুন কোনো শঙ্কার কথা বলছে না। চলতি বছরের শুরুর দিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) একই ধরনের ভবিষ্যদ্বাণী করেছিল।

সূত্র: বিবিসি

>> বাংলাদেশের অর্থনীতিতে পুনরুদ্ধারের পূর্বাভাস, সম্ভাব্য জিডিপি ৬.৮%: এডিবি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন