অগ্রণী ব্যাংকের ১৩তম এজিএম

২০১৯ সালে পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৯০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালন মুনাফা আগের বছরের তুলনায় ২০১৯ সালে দশমিক ১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। সম্প্রতি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তথ্য জানান ব্যাংকের এমডি সিইও মোহাম্মদ শামস-উল ইসলাম।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ . জায়েদ বখেতর সভাপতিত্বে সভায় অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবিএম রুহুল আজাদসহ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক, উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক নিরীক্ষা ফার্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ব্যাংকের এমডি সিইও মোহাম্মদ শামস্-উল ইসলাম বলেন, ২০১৯ সালে ব্যাংকের মোট সম্পদ ২০১৮ সালের তুলনায় হাজার ৪৭৮ কোটি টাকা বা দশমিক ২১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৫ হাজার ৩৯৩ কোটি টাকায় উন্নীত হয়েছে। ব্যাংকের মোট সম্পদের মধ্যে সুদবাহী সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩ হাজার কোটি টাকা, যা মোট সম্পদের ৬২ শতাংশ। ২০১৯ সালে ঋণ অগ্রিমের পরিমাণ ১৭ দশমিক ৭১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৫৮৩ কোটি টাকায়, যা ২০১৮ সালে ছিল ৩৯ হাজার ৫৭৫।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন